পন্ত-জাদেজার প্রতিরোধ
গত বছর করোনার কারণে শেষ মুহূর্তে স্থগিত হওয়া ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট অবশেষে মাঠে গড়াল শুক্রবার। এজবাস্টন টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ইংলিশ পেসে নাকাল হয়ে ৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে।
জেমস অ্যান্ডারসন তিনটি ও ম্যাটি পটস নেন দুই উইকেট। দুঃসময় আরও দীর্ঘ করে বিরাট কোহলি থামেন ১১ রানে। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার প্রতিরোধে শুরুর বিপর্যয় কিছুটা সামলে উঠেছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ১৭৪/৫। পন্ত ৫৩ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পন্ত-জাদেজার প্রতিরোধ
গত বছর করোনার কারণে শেষ মুহূর্তে স্থগিত হওয়া ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট অবশেষে মাঠে গড়াল শুক্রবার। এজবাস্টন টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ইংলিশ পেসে নাকাল হয়ে ৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে।
জেমস অ্যান্ডারসন তিনটি ও ম্যাটি পটস নেন দুই উইকেট। দুঃসময় আরও দীর্ঘ করে বিরাট কোহলি থামেন ১১ রানে। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার প্রতিরোধে শুরুর বিপর্যয় কিছুটা সামলে উঠেছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ১৭৪/৫। পন্ত ৫৩ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছিলেন।