ছয়জনের মধ্যে ষষ্ঠ ইমরানুর
ইসলামিক সলিডারিটি গেমসের ১০০ মিটার স্প্রিন্টে পদক জেতা হলো না লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানের। ছয়জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন তিনি। তুরস্কের কোনিয়াতে গেমসের ১০০ মিটার নাটকীয়তার জন্ম দিয়েছে। সোমবার হিটে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে ওঠা ইমরানুরকে পরেরদিন সেমিফাইনালে অন্য অ্যাথলেটদের ফলস স্টার্টের গরমিলে চারবার দৌড়াতে হয়। বাতিল হওয়া হিটে তিনি খুবই বাজে দৌড়ান (১০.২২ সেকেন্ড)। সেই হিটও বাতিল হয়। পুনরায় হওয়া হিটে নিজেকে ফিরে পেয়েছিলেন। ১০.০৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন তিনি। সেমিফাইনালের হিটে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠেন। এক ঘণ্টা পর ফাইনালে আবার ১০.১৭ সেকেন্ড দৌড়ান ইমরানুর। এই ইভেন্টে ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে আইভরি কোস্টের গুস্তাভ আর্থার সিসে জিতেছেন সোনা, রুপাজয়ী সৌদি আরবের আবদুল্লাহ আকবর মোহাম্মদের সময় ৯.৯৫ সেকেন্ড। ৯.৯৯ সেকেন্ড সময়ে শেষ করা দুই প্রতযোগী তুরস্কের এমের জাফর বার্নস ও ওমানের বারকাত আল হারথি পেয়েছেন ব্রোঞ্জ। ইরানের প্রতিযোগী ১০.০২ সেকেন্ড দৌড়ে চতুর্থ হন।
দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ৬৬তম
বিশ্ব দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে ১৮৮ দলের মধ্যে ৬৬তম হয়েছে বাংলাদেশ। মহিলা বিভাগে ১৬২ দলের মধ্যে ৫৬তম হন লাল-সবুজের দাবাড়ুরা। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। মহিলা দল ১১ খেলায় ১২ পয়েন্ট ও উন্মুক্ত বিভাগে বাংলাদেশ পুরুষ দল ১১ খেলায় ১২ পয়েন্ট পেয়েছে। উন্মুক্ত বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করেন ফিদে ইন্সট্রাক্টর মাসুদুর রহমান মল্লিক এবং মহিলা বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ইন্সট্রাক্টর ও মহিলা ফিদে মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস অলিম্পিয়াড থেকে মহিলা ফিদে মাস্টারের খেতাব পাচ্ছেন।
ছয়জনের মধ্যে ষষ্ঠ ইমরানুর
ক্রীড়া প্রতিবেদক
১১ আগস্ট ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইসলামিক সলিডারিটি গেমসের ১০০ মিটার স্প্রিন্টে পদক জেতা হলো না লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানের। ছয়জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন তিনি। তুরস্কের কোনিয়াতে গেমসের ১০০ মিটার নাটকীয়তার জন্ম দিয়েছে। সোমবার হিটে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে ওঠা ইমরানুরকে পরেরদিন সেমিফাইনালে অন্য অ্যাথলেটদের ফলস স্টার্টের গরমিলে চারবার দৌড়াতে হয়। বাতিল হওয়া হিটে তিনি খুবই বাজে দৌড়ান (১০.২২ সেকেন্ড)। সেই হিটও বাতিল হয়। পুনরায় হওয়া হিটে নিজেকে ফিরে পেয়েছিলেন। ১০.০৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন তিনি। সেমিফাইনালের হিটে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠেন। এক ঘণ্টা পর ফাইনালে আবার ১০.১৭ সেকেন্ড দৌড়ান ইমরানুর। এই ইভেন্টে ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে আইভরি কোস্টের গুস্তাভ আর্থার সিসে জিতেছেন সোনা, রুপাজয়ী সৌদি আরবের আবদুল্লাহ আকবর মোহাম্মদের সময় ৯.৯৫ সেকেন্ড। ৯.৯৯ সেকেন্ড সময়ে শেষ করা দুই প্রতযোগী তুরস্কের এমের জাফর বার্নস ও ওমানের বারকাত আল হারথি পেয়েছেন ব্রোঞ্জ। ইরানের প্রতিযোগী ১০.০২ সেকেন্ড দৌড়ে চতুর্থ হন।
দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ৬৬তম
বিশ্ব দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে ১৮৮ দলের মধ্যে ৬৬তম হয়েছে বাংলাদেশ। মহিলা বিভাগে ১৬২ দলের মধ্যে ৫৬তম হন লাল-সবুজের দাবাড়ুরা। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। মহিলা দল ১১ খেলায় ১২ পয়েন্ট ও উন্মুক্ত বিভাগে বাংলাদেশ পুরুষ দল ১১ খেলায় ১২ পয়েন্ট পেয়েছে। উন্মুক্ত বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করেন ফিদে ইন্সট্রাক্টর মাসুদুর রহমান মল্লিক এবং মহিলা বিভাগে অধিনায়কের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ইন্সট্রাক্টর ও মহিলা ফিদে মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস অলিম্পিয়াড থেকে মহিলা ফিদে মাস্টারের খেতাব পাচ্ছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023