টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনালই ইংল্যান্ডে
পরের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। আইসিসি বুধবার নিশ্চিত করেছে, ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লন্ডনের ওভালে এবং ২০২৫ সালের ফাইনাল লর্ডসে। ২০১৯ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালও হয়েছিল ইংল্যান্ডে। সাউদাম্পটনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছিল নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতি চক্র চলে দুই বছর ধরে। পয়েন্টের শতকরা হারে টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলে ফাইনাল। এবারের চক্রে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার শতকরা পয়েন্টের হার ৬০। পরের তিন স্থানে-শ্রীলংকা, ভারত ও পাকিস্তান।
ফাইনালের আয়োজক দেশ ইংল্যান্ড ৩৮.৬ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের উপরে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ দুই দল নিউজিল্যান্ডের পয়েন্টের হার ২৫.৯৩ ও বাংলাদেশের ১৩.৩৩। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী দুই ফাইনালের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। তবে ২০২৩ সালের জুনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ শুরু হওয়ার আগেই ফাইনাল অনুষ্ঠিত হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনালই ইংল্যান্ডে
ক্রীড়া ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পরের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। আইসিসি বুধবার নিশ্চিত করেছে, ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লন্ডনের ওভালে এবং ২০২৫ সালের ফাইনাল লর্ডসে। ২০১৯ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালও হয়েছিল ইংল্যান্ডে। সাউদাম্পটনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছিল নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতি চক্র চলে দুই বছর ধরে। পয়েন্টের শতকরা হারে টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলে ফাইনাল। এবারের চক্রে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার শতকরা পয়েন্টের হার ৬০। পরের তিন স্থানে-শ্রীলংকা, ভারত ও পাকিস্তান।
ফাইনালের আয়োজক দেশ ইংল্যান্ড ৩৮.৬ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের উপরে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ দুই দল নিউজিল্যান্ডের পয়েন্টের হার ২৫.৯৩ ও বাংলাদেশের ১৩.৩৩। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী দুই ফাইনালের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। তবে ২০২৩ সালের জুনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ শুরু হওয়ার আগেই ফাইনাল অনুষ্ঠিত হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023