‘দলের ভিত গড়ে দিচ্ছেন সিনিয়র খেলোয়াড়রা’

 ক্রীড়া প্রতিবেদক 
২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

২০২৩ নারী টি ২০ বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল দেশে ফিরেছে মঙ্গলবার। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ঢাকায় ফেরার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা আবারও জানালেন, তারা আর বাছাইপর্বে খেলতে চান না। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া আসন্ন টি ২০ এশিয়া কাপে আত্মবিশ্বাস জোগাবে। ১ অক্টোবর সিলেটে শুরু হবে মেয়েদের টি ২০ এশিয়া কাপ। নিগার বলেন, ‘ম্যাচ অনুশীলনের চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারে না। এশিয়া কাপেও দল হিসাবে খেলতে পারলে আমরা ভালো করব।’ তিনি যোগ করেন, ‘আমাদের দলের সিনিয়ররা ভিত গড়ে দিচ্ছেন। তাদের হাত ধরে উঠে আসছে জুনিয়ররা।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন