ইরান গেল যুব ভলিবল দল
ক্রীড়া প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
ঢাকায় নভেম্বরে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে বুধবার ইরান গেল ১৬ সদস্যের বাংলাদেশ যুব দল। ইরানি কোচ আলিপোর আরোজির তত্ত্বাবধানে তেহরানে প্রশিক্ষণ ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। বাহরাইনে অনূর্ধ্ব-২০ এশিয়ান ভলিবলে খেলা ছয়জন রয়েছেন এই দলে। তারা হলেন-তানভীর হোসেন, রাকেশ সৈকত, রিসালাত আল রিফাত, সাদী মোহাম্মদ সাফিন, মোহাম্মদ রিফাত ও নোমান। গত মাসে এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবলে ইরাক, কাতার ও চীনকে হারিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। এশিয়ান ভলিবলে যে কোনো পর্যায়ে এটা বাংলাদেশের সেরা অর্জন। ধারাবাহিকতা ধরে রাখতে ঘরের মাঠে এশিয়ান সেন্ট্রাল জোনে খেলবেন তানভীররা।
ইরান গেল যুব ভলিবল দল
ক্রীড়া প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকায় নভেম্বরে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে বুধবার ইরান গেল ১৬ সদস্যের বাংলাদেশ যুব দল। ইরানি কোচ আলিপোর আরোজির তত্ত্বাবধানে তেহরানে প্রশিক্ষণ ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। বাহরাইনে অনূর্ধ্ব-২০ এশিয়ান ভলিবলে খেলা ছয়জন রয়েছেন এই দলে। তারা হলেন-তানভীর হোসেন, রাকেশ সৈকত, রিসালাত আল রিফাত, সাদী মোহাম্মদ সাফিন, মোহাম্মদ রিফাত ও নোমান। গত মাসে এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবলে ইরাক, কাতার ও চীনকে হারিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। এশিয়ান ভলিবলে যে কোনো পর্যায়ে এটা বাংলাদেশের সেরা অর্জন। ধারাবাহিকতা ধরে রাখতে ঘরের মাঠে এশিয়ান সেন্ট্রাল জোনে খেলবেন তানভীররা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023