জাতীয় যুব হকি বড় জয় ঢাকা ও বিকেএসপির

 ক্রীড়া প্রতিবেদক 
৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

৫৭ জেলার অংশগ্রহণে শুরু হয়েছে আল আরাফা ইসলামি ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা। বৃহস্পতিবার ঢাকা ভেন্যুর খেলার উদ্বোধন হয় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। বিমানবাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলায় ঢাকা ১৩-০ গোলে শরীয়তপুরকে এবং বিকেএসপি ১২-০ গোলে নারায়ণগঞ্জকে হারায়। আজ একই ভেন্যুতে গাজীপুর ও শরীয়তপুর এবং কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ লড়বে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন