তবে কী মেসি বিশ্রামে

 ক্রীড়া ডেস্ক 
২০ নভেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মেসি ও দি মারিয়া তবে কী সুস্থ নন? নাকি বিশ্রাম নিচ্ছেন? শুক্রবার সন্ধ্যায় কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে দুই তারকাকে ছাড়াই আর্জেন্টিনা অনুশীলন করায় রহস্য বেড়েছে। বৃহস্পতিবারও অনুশীলন করেননি মেসি।

বিশ্বকাপের জন্য দোহায় শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ছিল আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলন। বিকাল ৪টা থেকে প্রস্তুতি শুরু

করে দেন স্কালোনির সহকারীরা। মাঠের বিভিন্ন জায়গায় ছোট ছোট

বল সাজিয়ে রাখেন তারা। ভিড় করতে শুরু করেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। আর্জেন্টিনার সাংবাদিকরা মেসি... মেসি... গান গাইছিলেন। উৎসবের আবহ। আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘এই শক্ত মাঠে অনুশীলন করলে ফুটবলারদের চোট লাগার আশঙ্কা রয়েছে। তাই পানি দেওয়া হচ্ছে, যাতে মাটি একটু নরম হয়। মেসিরা টানা ম্যাচ খেলে ক্লান্ত। ওদের সুরক্ষার কথা ভেবেই পানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন