ম্যানইউতে আর ফেরা হচ্ছে না রোনাল্ডোর
কাতার বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানইউতে ফেরার দরজা বন্ধ হয়ে গেল। খবর অনুযায়ী, বিশ্বকাপের পর পর্তুগিজ মহাতারকা যাতে ম্যানইউতে আর না ফেরেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে তিনি যাবেন কোথায়? শোনা যাচ্ছে কাতার বিশ্বকাপের পরে রোনাল্ডোকে মেজর লিগ সকারে দেখা যেতে পারে।
বিশ্বকাপে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে ম্যানইউর বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন রোনাল্ডো। কোচ এরিক টেন হাগের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। ক্লাবের বিরুদ্ধে মুখ খুলেছেন পর্তুগিজ মহাতারকা। এতদিন ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ বিবৃতি না দিলেও শুক্রবার ম্যানইউর পক্ষ থেকে বলা হয়েছে, রোনাল্ডোর বিস্ফোরক বিবৃতির পরিপ্রেক্ষিতে তারা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ক্লাব
চায় সম্পর্ক চুকিয়ে দিতে। কাতার বিশ্বকাপের শেষে রোনাল্ডোর আর ফেরার সম্ভাবনা নেই ম্যানইউতে। এদিকে ম্যানইউ জানিয়েছে, ‘সংবাদমাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে ম্যানইউ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ম্যানইউতে আর ফেরা হচ্ছে না রোনাল্ডোর
কাতার বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানইউতে ফেরার দরজা বন্ধ হয়ে গেল। খবর অনুযায়ী, বিশ্বকাপের পর পর্তুগিজ মহাতারকা যাতে ম্যানইউতে আর না ফেরেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে তিনি যাবেন কোথায়? শোনা যাচ্ছে কাতার বিশ্বকাপের পরে রোনাল্ডোকে মেজর লিগ সকারে দেখা যেতে পারে।
বিশ্বকাপে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে ম্যানইউর বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন রোনাল্ডো। কোচ এরিক টেন হাগের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। ক্লাবের বিরুদ্ধে মুখ খুলেছেন পর্তুগিজ মহাতারকা। এতদিন ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ বিবৃতি না দিলেও শুক্রবার ম্যানইউর পক্ষ থেকে বলা হয়েছে, রোনাল্ডোর বিস্ফোরক বিবৃতির পরিপ্রেক্ষিতে তারা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ক্লাব
চায় সম্পর্ক চুকিয়ে দিতে। কাতার বিশ্বকাপের শেষে রোনাল্ডোর আর ফেরার সম্ভাবনা নেই ম্যানইউতে। এদিকে ম্যানইউ জানিয়েছে, ‘সংবাদমাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে ম্যানইউ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।