অবশেষে রোনাল্ডোর গোল
jugantor
অবশেষে রোনাল্ডোর গোল

  ক্রীড়া ডেস্ক  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৩৮তম জন্মদিন আজ। জন্মদিনের সেরা উপহার অবশ্য শুক্রবার রাতে পেলেন পর্তুগিজ মহাতারকা। নতুন ক্লাব আল নাসরের জার্সিতে এটি তার প্রথম গোল। সেই গোলেই হার এড়িয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসরে। দুবার পিছিয়ে পড়েও আল ফাতেহর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। প্রতিপক্ষের মাঠে যোগ করা সময়ে পেনালটি থেকে গোল করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন রোনাল্ডো।

সৌদি লিগে রোনাল্ডোর অভিষেক হয় ২২ জানুয়ারি। ইত্তিকাফের বিপক্ষে আল নাসরে জিতলেও অভিষেকে রোনাল্ডো ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয় ম্যাচে তার ব্যর্থতায় আল ইত্তিহাদের কাছে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নেয় আল নাসরে। অবশেষে তৃতীয় ম্যাচে গোল পেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। আল ফাতেহর মাঠেও অবশ্য শুরুতে দুর্ভাগ্য তাড়া

করেছে তাকে। প্রথমার্ধে রোনাল্ডোর একটি গোল বাতিল হয় অফ সাইডে। আরেকটি প্রচেষ্টা ক্রসবারে প্রতিহত হয়। শুরুতে পিছিয়ে পড়া আল নাসরেকে ৪২ মিনিটে সমতায় ফেরান ব্রাজিলীয় মিডফিল্ডার তালিসকা। ৫৮ মিনিটে ফের এগিয়ে যায় আল ফাতেহ। এবার আল নাসরের ত্রাতা রোনাল্ডো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার পেনালটি গোলে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনাল্ডো লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন ম্যাচে গুরুত্বপূর্ণ এ ড্র পেতে পুরো দলের প্রচেষ্টা ছিল দারুণ।’

অবশেষে রোনাল্ডোর গোল

 ক্রীড়া ডেস্ক 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৩৮তম জন্মদিন আজ। জন্মদিনের সেরা উপহার অবশ্য শুক্রবার রাতে পেলেন পর্তুগিজ মহাতারকা। নতুন ক্লাব আল নাসরের জার্সিতে এটি তার প্রথম গোল। সেই গোলেই হার এড়িয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসরে। দুবার পিছিয়ে পড়েও আল ফাতেহর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। প্রতিপক্ষের মাঠে যোগ করা সময়ে পেনালটি থেকে গোল করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন রোনাল্ডো।

সৌদি লিগে রোনাল্ডোর অভিষেক হয় ২২ জানুয়ারি। ইত্তিকাফের বিপক্ষে আল নাসরে জিতলেও অভিষেকে রোনাল্ডো ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয় ম্যাচে তার ব্যর্থতায় আল ইত্তিহাদের কাছে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নেয় আল নাসরে। অবশেষে তৃতীয় ম্যাচে গোল পেলেন পর্তুগিজ ফরোয়ার্ড। আল ফাতেহর মাঠেও অবশ্য শুরুতে দুর্ভাগ্য তাড়া

করেছে তাকে। প্রথমার্ধে রোনাল্ডোর একটি গোল বাতিল হয় অফ সাইডে। আরেকটি প্রচেষ্টা ক্রসবারে প্রতিহত হয়। শুরুতে পিছিয়ে পড়া আল নাসরেকে ৪২ মিনিটে সমতায় ফেরান ব্রাজিলীয় মিডফিল্ডার তালিসকা। ৫৮ মিনিটে ফের এগিয়ে যায় আল ফাতেহ। এবার আল নাসরের ত্রাতা রোনাল্ডো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার পেনালটি গোলে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনাল্ডো লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন ম্যাচে গুরুত্বপূর্ণ এ ড্র পেতে পুরো দলের প্রচেষ্টা ছিল দারুণ।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন