একটা গোল কিনতে পারল না চেলসি!
ধুঁকছে চেলসি। ভাগ্য বদলাতে জানুয়ারির শীতকালীন দলবদলে আটজন নতুন খেলোয়াড় কিনতে ৩০০ মিলিয় পাউন্ডের বেশি খরচ করেছে তারা। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পেছনেই শুধু রেকর্ড ১২১ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। কিন্তু এত খরচ করেও একটা গোল কিনতে পারল না ব্ল–জরা! প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ও জেতাতে পারলেন না চেলসিকে। শুক্রবার রাতে ঘরের মাঠে এনজো ফার্নান্দেজের অভিষেকের ম্যাচে ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করে আবারও পয়েন্ট খোয়াল চেলসি। ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়ে তারা। বেনফিকা থেকে আসা কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো গোলেই রাঙাতে পারতেন নিজের চেলসি-অভিষেক। কিন্তু ৭০ মিনিটে তার রংধনু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে একইভাবে গোলের তিনটি সুযোগ নষ্ট করেন হাভার্টজ। তিন সপ্তাহ আগে ফুলহামের মাঠে হেরেছিল চেলসি। এবার ঘরের মাঠে হোঁচট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একটা গোল কিনতে পারল না চেলসি!
ধুঁকছে চেলসি। ভাগ্য বদলাতে জানুয়ারির শীতকালীন দলবদলে আটজন নতুন খেলোয়াড় কিনতে ৩০০ মিলিয় পাউন্ডের বেশি খরচ করেছে তারা। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পেছনেই শুধু রেকর্ড ১২১ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। কিন্তু এত খরচ করেও একটা গোল কিনতে পারল না ব্ল–জরা! প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ও জেতাতে পারলেন না চেলসিকে। শুক্রবার রাতে ঘরের মাঠে এনজো ফার্নান্দেজের অভিষেকের ম্যাচে ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করে আবারও পয়েন্ট খোয়াল চেলসি। ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়ে তারা। বেনফিকা থেকে আসা কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো গোলেই রাঙাতে পারতেন নিজের চেলসি-অভিষেক। কিন্তু ৭০ মিনিটে তার রংধনু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে একইভাবে গোলের তিনটি সুযোগ নষ্ট করেন হাভার্টজ। তিন সপ্তাহ আগে ফুলহামের মাঠে হেরেছিল চেলসি। এবার ঘরের মাঠে হোঁচট।