একটা গোল কিনতে পারল না চেলসি!
jugantor
একটা গোল কিনতে পারল না চেলসি!

  ক্রীড়া ডেস্ক  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ধুঁকছে চেলসি। ভাগ্য বদলাতে জানুয়ারির শীতকালীন দলবদলে আটজন নতুন খেলোয়াড় কিনতে ৩০০ মিলিয় পাউন্ডের বেশি খরচ করেছে তারা। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পেছনেই শুধু রেকর্ড ১২১ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। কিন্তু এত খরচ করেও একটা গোল কিনতে পারল না ব্ল–জরা! প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ও জেতাতে পারলেন না চেলসিকে। শুক্রবার রাতে ঘরের মাঠে এনজো ফার্নান্দেজের অভিষেকের ম্যাচে ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করে আবারও পয়েন্ট খোয়াল চেলসি। ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়ে তারা। বেনফিকা থেকে আসা কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো গোলেই রাঙাতে পারতেন নিজের চেলসি-অভিষেক। কিন্তু ৭০ মিনিটে তার রংধনু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে একইভাবে গোলের তিনটি সুযোগ নষ্ট করেন হাভার্টজ। তিন সপ্তাহ আগে ফুলহামের মাঠে হেরেছিল চেলসি। এবার ঘরের মাঠে হোঁচট।

একটা গোল কিনতে পারল না চেলসি!

 ক্রীড়া ডেস্ক 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ধুঁকছে চেলসি। ভাগ্য বদলাতে জানুয়ারির শীতকালীন দলবদলে আটজন নতুন খেলোয়াড় কিনতে ৩০০ মিলিয় পাউন্ডের বেশি খরচ করেছে তারা। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পেছনেই শুধু রেকর্ড ১২১ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। কিন্তু এত খরচ করেও একটা গোল কিনতে পারল না ব্ল–জরা! প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ও জেতাতে পারলেন না চেলসিকে। শুক্রবার রাতে ঘরের মাঠে এনজো ফার্নান্দেজের অভিষেকের ম্যাচে ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করে আবারও পয়েন্ট খোয়াল চেলসি। ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়ে তারা। বেনফিকা থেকে আসা কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো গোলেই রাঙাতে পারতেন নিজের চেলসি-অভিষেক। কিন্তু ৭০ মিনিটে তার রংধনু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে একইভাবে গোলের তিনটি সুযোগ নষ্ট করেন হাভার্টজ। তিন সপ্তাহ আগে ফুলহামের মাঠে হেরেছিল চেলসি। এবার ঘরের মাঠে হোঁচট।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন