বাবার স্মৃতি ফেরালেন ত্যাগনারায়ন
jugantor
বাবার স্মৃতি ফেরালেন ত্যাগনারায়ন

  ক্রীড়া ডেস্ক  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

দাঁত কামড়ে উইকেটে পড়ে থাকার বিদ্যাটা হয়তো বাবা শিবনারায়ন চন্দরপলের কাছ থেকেই রপ্ত করেছেন ত্যাগনারায়ন চন্দ্ররপল। বিখ্যাত বাবার মন্থর ব্যাটিংয়ের স্মৃতি ফিরিয়ে তিন টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি পেলেন ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ ওপেনার।
শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেটও আদর্শ টেস্ট মেজাজে ব্যাট করেছেন। বৃষ্টির বাগড়ায় লাঞ্চের পর আর খেলা হয়নি। প্রথমদিনে ৫১ ওভারে বিনা উইকেটে ১১২ রান তুলেছে উইন্ডিজ। দুই ওপেনারই অপরাজিত সমান ৫৫ রানে।

বাবার স্মৃতি ফেরালেন ত্যাগনারায়ন

 ক্রীড়া ডেস্ক 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

দাঁত কামড়ে উইকেটে পড়ে থাকার বিদ্যাটা হয়তো বাবা শিবনারায়ন চন্দরপলের কাছ থেকেই রপ্ত করেছেন ত্যাগনারায়ন চন্দ্ররপল। বিখ্যাত বাবার মন্থর ব্যাটিংয়ের স্মৃতি ফিরিয়ে তিন টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি পেলেন ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ ওপেনার। 
শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেটও আদর্শ টেস্ট মেজাজে ব্যাট করেছেন। বৃষ্টির বাগড়ায় লাঞ্চের পর আর খেলা হয়নি। প্রথমদিনে ৫১ ওভারে বিনা উইকেটে ১১২ রান তুলেছে উইন্ডিজ। দুই ওপেনারই অপরাজিত সমান ৫৫ রানে।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন