দেশের খেলার খবর আরও বেশি চাই
২৪ বছরে পদার্পণ করল পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর। যুগান্তরের দুই যুগ পূর্তিতে ক্রীড়াঙ্গনের মানুষেরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি খেলার পাতা নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেছেন-
আরদুজ্জামান মুন্সি, জাতীয় কাবাডি খেলোয়াড়
যুগান্তরে সব খেলার খবর পাই। আমাদের দেশের জাতীয় খেলা কাবাডি। সামনে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এই টুর্নামেন্টের খবরের পাশাপাশি কাবাডিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব খবর থাকবে যুগান্তরে, এই প্রত্যাশা। দুই যুগে পদার্পণ শুভ হোক।
সাঈদ আল জাবির, জাতীয় ভলিবল খেলোয়াড়
আমার পছন্দের পত্রিকা যুগান্তর। খেলার সব খবর পাই এখানে। শুনে খুশি হলাম, এই পত্রিকা ২৪ বছরে পা দিল। অতীতে যেভাবে খবর ও ছবি দিয়ে আমাদের পাশে ছিল যুগান্তর, আগামীতেও সেভাবেই থাকবে, এই আশা করি। শুভ জন্মদিন দৈনিক যুগান্তর। পত্রিকার সবাইকে শুভেচ্ছা।
মোস্তাইন বিল্লাহ, স্বর্ণজয়ী ভারোত্তোলক
আমি চেষ্টা করি প্রতিদিন যুগান্তর পড়তে। খেলার পাতা পড়ি। দেশের সব খেলার খবর আরও বেশি করে চাই। ভারোত্তোলনকেও সমর্থন দিয়ে আসছে যুগান্তর। সেজন্য ধন্যবাদ যুগান্তরকে। প্রিয় পত্রিকা দুই যুগে পদার্পণ করেছে শুনে খুশি হলাম। শুভেচ্ছা যুগান্তর পরিবারকে।
মাবিয়া আক্তার, এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক
সব খেলার খবর থাকে যুগান্তরে। এতে সব ক্রীড়াবিদ উৎসাহিত হন। আরও ভালো লাগে এজন্য যে, যুগান্তর সব সময় ক্রীড়াবিদদের পাশে থাকে। আগামীতেও যেন আমাদের পাশে থাকে, এই কামনা করি। ২৪ বছরে যুগান্তরের পদার্পণে শুভকামনা।
সোনাম সুলতানা, জাতীয় টিটি খেলোয়াড়
যুগান্তরকে শুভকামনা। ঘরোয়া খেলার সব খবর এই পত্রিকা তুলে ধরে। যুগান্তর টেবিল টেনিসের মতো ছোট খেলাগুলোকেও প্রাধান্য দেয়। আগামী দিনগুলোতেও একই ভূমিকায় দেখতে চাই যুগান্তরকে। শুভকামনা যুগান্তর পরিবারের জন্য।
শিরিন আক্তার, দ্রুততম মানবী
চব্বিশে যুগান্তর। শুনে ভালো লাগছে। ক্রীড়াঙ্গনে আমার ১৫ বছর হলো। সব সময় সব মিটের সচিত্র সংবাদ থাকে এই পত্রিকায়। তাই আমার ফেভারিট পত্রিকার তালিকায় অন্যতম যুগান্তর। আমার পছন্দের পত্রিকা ২৪ বছরে পা দিল। আশা করব অতীতে যেমন দৈনিক যুগান্তর আমার পাশে ছিল, তেমনি ভবিষ্যতেও থাকবে। শুভকামনা।
দিয়া সিদ্দিকী, দেশসেরা নারী আরচার
২৪ বছরে পদার্পণ করল দৈনিক যুগান্তর। অনেক শুভেচ্ছা। ২৪ বছর মানে যৌবন। গত বছরগুলোতে আমাদের ইতিবাচক সব খবর ছেপে আনন্দ দিয়েছে। আশা করি, ভবিষ্যতেও একইভাবে আমাদের পাশে থাকবে যুগান্তর। নতুন বছরে নতুন শুরুটা যেন সুন্দর হয়। যুগান্তরের সবাইকে শুভেচ্ছা।
তিথি রায়, জাতীয় নারী কুস্তিগীর
দেশের প্রথম সারির পত্রিকা যুগান্তর। জেনে খুশি হয়েছি যে, আমার পছন্দের এই পত্রিকা ২৪ বছরে পা দিল। সামনের দিনগুলোতেও আমরা ক্রীড়াবিদরা চাইব ছোট ছোট খেলার খবর যেন আরও বেশি ছাপা হয়। জন্মদিনের শুভেচ্ছা যুগান্তর পরিবারের জন্য।
উর্মি আক্তার, জাতীয় চ্যাম্পিয়ন শাটলার
আমাদের সমর্থন দিয়েছে এই পত্রিকা। নতুন বছরে আমার চাওয়া, যুগান্তর যেন আমাদের খবর আরও বেশি প্রকাশ করে। তাহলে নতুন খেলোয়াড়রা উঠে আসবে। শুভেচ্ছা যুগান্তরের সবাইকে।
দেশের খেলার খবর আরও বেশি চাই
ক্রীড়া প্রতিবেদক
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
২৪ বছরে পদার্পণ করল পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর। যুগান্তরের দুই যুগ পূর্তিতে ক্রীড়াঙ্গনের মানুষেরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি খেলার পাতা নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেছেন-
আরদুজ্জামান মুন্সি, জাতীয় কাবাডি খেলোয়াড়
যুগান্তরে সব খেলার খবর পাই। আমাদের দেশের জাতীয় খেলা কাবাডি। সামনে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এই টুর্নামেন্টের খবরের পাশাপাশি কাবাডিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব খবর থাকবে যুগান্তরে, এই প্রত্যাশা। দুই যুগে পদার্পণ শুভ হোক।
সাঈদ আল জাবির, জাতীয় ভলিবল খেলোয়াড়
আমার পছন্দের পত্রিকা যুগান্তর। খেলার সব খবর পাই এখানে। শুনে খুশি হলাম, এই পত্রিকা ২৪ বছরে পা দিল। অতীতে যেভাবে খবর ও ছবি দিয়ে আমাদের পাশে ছিল যুগান্তর, আগামীতেও সেভাবেই থাকবে, এই আশা করি। শুভ জন্মদিন দৈনিক যুগান্তর। পত্রিকার সবাইকে শুভেচ্ছা।
মোস্তাইন বিল্লাহ, স্বর্ণজয়ী ভারোত্তোলক
আমি চেষ্টা করি প্রতিদিন যুগান্তর পড়তে। খেলার পাতা পড়ি। দেশের সব খেলার খবর আরও বেশি করে চাই। ভারোত্তোলনকেও সমর্থন দিয়ে আসছে যুগান্তর। সেজন্য ধন্যবাদ যুগান্তরকে। প্রিয় পত্রিকা দুই যুগে পদার্পণ করেছে শুনে খুশি হলাম। শুভেচ্ছা যুগান্তর পরিবারকে।
মাবিয়া আক্তার, এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক
সব খেলার খবর থাকে যুগান্তরে। এতে সব ক্রীড়াবিদ উৎসাহিত হন। আরও ভালো লাগে এজন্য যে, যুগান্তর সব সময় ক্রীড়াবিদদের পাশে থাকে। আগামীতেও যেন আমাদের পাশে থাকে, এই কামনা করি। ২৪ বছরে যুগান্তরের পদার্পণে শুভকামনা।
সোনাম সুলতানা, জাতীয় টিটি খেলোয়াড়
যুগান্তরকে শুভকামনা। ঘরোয়া খেলার সব খবর এই পত্রিকা তুলে ধরে। যুগান্তর টেবিল টেনিসের মতো ছোট খেলাগুলোকেও প্রাধান্য দেয়। আগামী দিনগুলোতেও একই ভূমিকায় দেখতে চাই যুগান্তরকে। শুভকামনা যুগান্তর পরিবারের জন্য।
শিরিন আক্তার, দ্রুততম মানবী
চব্বিশে যুগান্তর। শুনে ভালো লাগছে। ক্রীড়াঙ্গনে আমার ১৫ বছর হলো। সব সময় সব মিটের সচিত্র সংবাদ থাকে এই পত্রিকায়। তাই আমার ফেভারিট পত্রিকার তালিকায় অন্যতম যুগান্তর। আমার পছন্দের পত্রিকা ২৪ বছরে পা দিল। আশা করব অতীতে যেমন দৈনিক যুগান্তর আমার পাশে ছিল, তেমনি ভবিষ্যতেও থাকবে। শুভকামনা।
দিয়া সিদ্দিকী, দেশসেরা নারী আরচার
২৪ বছরে পদার্পণ করল দৈনিক যুগান্তর। অনেক শুভেচ্ছা। ২৪ বছর মানে যৌবন। গত বছরগুলোতে আমাদের ইতিবাচক সব খবর ছেপে আনন্দ দিয়েছে। আশা করি, ভবিষ্যতেও একইভাবে আমাদের পাশে থাকবে যুগান্তর। নতুন বছরে নতুন শুরুটা যেন সুন্দর হয়। যুগান্তরের সবাইকে শুভেচ্ছা।
তিথি রায়, জাতীয় নারী কুস্তিগীর
দেশের প্রথম সারির পত্রিকা যুগান্তর। জেনে খুশি হয়েছি যে, আমার পছন্দের এই পত্রিকা ২৪ বছরে পা দিল। সামনের দিনগুলোতেও আমরা ক্রীড়াবিদরা চাইব ছোট ছোট খেলার খবর যেন আরও বেশি ছাপা হয়। জন্মদিনের শুভেচ্ছা যুগান্তর পরিবারের জন্য।
উর্মি আক্তার, জাতীয় চ্যাম্পিয়ন শাটলার
আমাদের সমর্থন দিয়েছে এই পত্রিকা। নতুন বছরে আমার চাওয়া, যুগান্তর যেন আমাদের খবর আরও বেশি প্রকাশ করে। তাহলে নতুন খেলোয়াড়রা উঠে আসবে। শুভেচ্ছা যুগান্তরের সবাইকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023