ওয়েসেলসের পর ব্যালান্স
jugantor
দুই দেশের হয়ে সেঞ্চুরি
ওয়েসেলসের পর ব্যালান্স

  ক্রীড়া ডেস্ক  

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ভিন্ন দুই দেশের হয়ে সেঞ্চুরির বিরল কীর্তি গড়লেন গ্যারি ব্যালান্স। ইংল্যান্ডের হয়ে ২৩ টেস্টে চারটি সেঞ্চুরি করা এই ডান-হাতি ব্যাটার জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে প্রথমবার সাদা পোশাকে খেলতে নেমেই উপহার দিলেন সেঞ্চুরি। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুলাওয়ে টেস্টের চতুর্থদিনে এই কীর্তি গড়েন ৩৩ বছর বয়সি ব্যালান্স। এর আগে টেস্টে দুই দেশের হয়ে সেঞ্চুরির কীর্তি ছিল শুধু কেপলার ওয়েসেলসের। তিনি অস্ট্রেলিয়ার হয়ে চারটি ও জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি সেঞ্চুরি করেন।

আগেরদিন ছয় উইকেটে ৪৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাল ব্যালান্সের সেঞ্চুরি এবং ইনোসেন্ট কাইয়া (৬৭) ও ব্র্যান্ডন মাভুতার (৫৬) ফিফটিতে নয় উইকেটে ৩৭৯ রান তুলে জিম্বাবুয়েও ইনিংস ঘোষণা করে। অষ্টম উইকেটে মাভুতার সঙ্গে ১৩৫ রানের জুটি গড়া ব্যালান্স অপরাজিত থাকেন ১৩৭ রানে। ৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা উইন্ডিজ বিনা উইকেটে ২১ রানে চতুর্থদিন শেষ করেছে। সবমিলিয়ে ক্যারিবীয়দের লিড ৮৯ রানের। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান তেজনারায়ণ চন্দরপল ১০ ও অধিনায়ক ক্রেগ ব্রাফেট ১১ রানে অপরাজিত।

দুই দেশের হয়ে সেঞ্চুরি

ওয়েসেলসের পর ব্যালান্স

 ক্রীড়া ডেস্ক 
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ভিন্ন দুই দেশের হয়ে সেঞ্চুরির বিরল কীর্তি গড়লেন গ্যারি ব্যালান্স। ইংল্যান্ডের হয়ে ২৩ টেস্টে চারটি সেঞ্চুরি করা এই ডান-হাতি ব্যাটার জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে প্রথমবার সাদা পোশাকে খেলতে নেমেই উপহার দিলেন সেঞ্চুরি। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুলাওয়ে টেস্টের চতুর্থদিনে এই কীর্তি গড়েন ৩৩ বছর বয়সি ব্যালান্স। এর আগে টেস্টে দুই দেশের হয়ে সেঞ্চুরির কীর্তি ছিল শুধু কেপলার ওয়েসেলসের। তিনি অস্ট্রেলিয়ার হয়ে চারটি ও জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি সেঞ্চুরি করেন।

আগেরদিন ছয় উইকেটে ৪৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাল ব্যালান্সের সেঞ্চুরি এবং ইনোসেন্ট কাইয়া (৬৭) ও ব্র্যান্ডন মাভুতার (৫৬) ফিফটিতে নয় উইকেটে ৩৭৯ রান তুলে জিম্বাবুয়েও ইনিংস ঘোষণা করে। অষ্টম উইকেটে মাভুতার সঙ্গে ১৩৫ রানের জুটি গড়া ব্যালান্স অপরাজিত থাকেন ১৩৭ রানে। ৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা উইন্ডিজ বিনা উইকেটে ২১ রানে চতুর্থদিন শেষ করেছে। সবমিলিয়ে ক্যারিবীয়দের লিড ৮৯ রানের। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান তেজনারায়ণ চন্দরপল ১০ ও অধিনায়ক ক্রেগ ব্রাফেট ১১ রানে অপরাজিত।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন