আফগানিস্তান প্রথম হারাল পাকিস্তানকে
jugantor
আফগানিস্তান প্রথম হারাল পাকিস্তানকে

  ক্রীড়া ডেস্ক  

২৬ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

১১ বছরে এই প্রথম পাকিস্তানকে হারাল আফগানিস্তান। শুক্রবার শারজায় প্রথম টি ২০তে ১০০ রানও করতে পারেনি শাদাব খানের দল।

ছয় মেরে আফগানদের জিতিয়ে দেন দলে ফেরা মোহাম্মদ নবী। বল হাতে ১২ রানে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৩৮ রান করে নবী হন ম্যাচসেরা। যে কোনো সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটি প্রথম জয় আফগানদের।

পাকিস্তান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের বসিয়ে প্রথমে ব্যাট করে মাত্র ৯২ রান তোলে নয় উইকেটে। ইমাদ ওয়াসিমের ১৮ সর্বোচ্চ। ১৭ রান আসে ওপেনার সাইম আইয়ুবের ব্যাট থেকে। আফগান স্পিনার মুজিব উর রেহমান দুই উইকেট নেন মাত্র নয় রান দিয়ে। আফগানিস্তান চার উইকেটে ৯৮ রান করে জয়ী হয় ১৭.৫ ওভারে। নবীর মতো অপরাজিত থাকে নাজিবউল্লাহ জাদরান (১৭)। দুটি উইকেট নেন এহসানউল্লাহ।

আফগানিস্তান প্রথম হারাল পাকিস্তানকে

 ক্রীড়া ডেস্ক 
২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

১১ বছরে এই প্রথম পাকিস্তানকে হারাল আফগানিস্তান। শুক্রবার শারজায় প্রথম টি ২০তে ১০০ রানও করতে পারেনি শাদাব খানের দল।

ছয় মেরে আফগানদের জিতিয়ে দেন দলে ফেরা মোহাম্মদ নবী। বল হাতে ১২ রানে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৩৮ রান করে নবী হন ম্যাচসেরা। যে কোনো সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটি প্রথম জয় আফগানদের।

পাকিস্তান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের বসিয়ে প্রথমে ব্যাট করে মাত্র ৯২ রান তোলে নয় উইকেটে। ইমাদ ওয়াসিমের ১৮ সর্বোচ্চ। ১৭ রান আসে ওপেনার সাইম আইয়ুবের ব্যাট থেকে। আফগান স্পিনার মুজিব উর রেহমান দুই উইকেট নেন মাত্র নয় রান দিয়ে। আফগানিস্তান চার উইকেটে ৯৮ রান করে জয়ী হয় ১৭.৫ ওভারে। নবীর মতো অপরাজিত থাকে নাজিবউল্লাহ জাদরান (১৭)। দুটি উইকেট নেন এহসানউল্লাহ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন