ফিরেই স্বর্ণ জয় রোমানের
jugantor
ফিরেই স্বর্ণ জয় রোমানের

  ক্রীড়া প্রতিবেদক  

২৬ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞামুক্ত রোমান সানা স্বাধীনতা দিবস আরচারিতে জিতেছেন স্বর্ণপদক। শনিবার টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জেতেন বাংলাদেশ আনসারের তিরন্দাজ রোমান। ফাইনালে তিনি ৬-৪ সেটে হারান আর্মি আরচারি ক্লাবের মো. আশিকুর রহমানকে। মেয়েদের এই ইভেন্টে আনসারের শ্রাবণী আক্তার ৬-২ সেটে পুলিশের জুথি রানীকে হারিয়ে এবং কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বর্ডার গার্ড বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব স্বর্ণ জেতেন।

মেয়েদের এই ইভেন্টে বাংলাদেশ আনসারের বন্যা আক্তার ১৩৯-১৩৭ স্কোরে আর্মি আরচারি ক্লাবের সুস্মিতা বনিককে হারিয়ে স্বর্ণ জেতেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম। এ সময় সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

ফিরেই স্বর্ণ জয় রোমানের

 ক্রীড়া প্রতিবেদক 
২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞামুক্ত রোমান সানা স্বাধীনতা দিবস আরচারিতে জিতেছেন স্বর্ণপদক। শনিবার টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জেতেন বাংলাদেশ আনসারের তিরন্দাজ রোমান। ফাইনালে তিনি ৬-৪ সেটে হারান আর্মি আরচারি ক্লাবের মো. আশিকুর রহমানকে। মেয়েদের এই ইভেন্টে আনসারের শ্রাবণী আক্তার ৬-২ সেটে পুলিশের জুথি রানীকে হারিয়ে এবং কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বর্ডার গার্ড বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব স্বর্ণ জেতেন।

মেয়েদের এই ইভেন্টে বাংলাদেশ আনসারের বন্যা আক্তার ১৩৯-১৩৭ স্কোরে আর্মি আরচারি ক্লাবের সুস্মিতা বনিককে হারিয়ে স্বর্ণ জেতেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম। এ সময় সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন