মাশরাফি ম্যাজিক
মোহামেডানের হার ১০ উইকেটে
ক্রীড়া প্রতিবেদক
২৮ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাশরাফি মুর্তজা কিছুই হারাননি। ‘নড়াইল এক্সপ্রেস’ ফুরিয়ে যাননি। আর কতবার প্রমাণ দেবেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। সোমবার বিকেএসপিতে আবারও দেখা গেল মাশরাফি-ম্যাজিক। ২৫০ বল ও পুরো ১০ উইকেট হাতে রেখে লিজেন্ডস অব রূপগঞ্জ (৮৪/০) হারিয়েছে মোহামেডানকে (৮০)। রূপগঞ্জের রূপের ঝলক একাই দেখালেন অধিনায়ক মাশরাফি। তার বোলিং ফিগার-৮.৪-৩-১৭-৫।
পাঁচ ম্যাচে জয়শূন্য মোহামেডান এটি তাদের চতুর্থ হার। অবনমনের শঙ্কায় তারা। রূপগঞ্জের এটি টানা পঞ্চম জয়। বিকেএসপির আরেক মাঠে ১৯৬ করেও শাইনপুকুরের বিপক্ষে ৫৫ রানে জিতেছে শেখ জামাল। ফতুল্লায় নিজেদের পঞ্চম ম্যাচে গাজী গ্রুপের কাছে প্রথম হারল প্রাইম ব্যাংক।
মোহামেডানের মাত্র দুজন ব্যাটার ইমরুল কায়েস (১১) ও সৌম্য সরকার (৪১) দুই অঙ্কের রান করেন। দুর্দান্ত বোলিংয়ে মাশরাফি ক্যারিয়ারে সপ্তমবার লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেট পেলেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েন তিনি। জবাবে পারভেজ হোসেনের ২১ বলে ৪৪* এবং মুনিম শাহরিয়ারের ২৯ বলে ৩০* রানে ৮.২ ওভারে একদিনের ম্যাচ জেতে রূপগঞ্জ।
শেখ জামালের ফজলে মাহমুদের ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। আগের ম্যাচে সেঞ্চুরির পর শাইনপুকুরের বিপক্ষে করলেন ৯১*। অন্যদের ব্যর্থতায় শেখ জামাল নয় উইকেটে ১৯৬ রান করেন। জবাবে শাইনপুকুর ১৪১ রানে অলআউট হয়। এদিকে মুশফিকুর রহিম (৭৪) এবং ইয়াসির আলীর (৪৮) উজ্জ্বল ব্যাটিংয়ের পরও ২০৪ রানের বেশি করতে পারেনি প্রাইম ব্যাংক। জবাবে ৯২ বলে রবি তেজার সেঞ্চুরিতে (১০১*) পাঁচ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাশরাফি ম্যাজিক
মোহামেডানের হার ১০ উইকেটে
মাশরাফি মুর্তজা কিছুই হারাননি। ‘নড়াইল এক্সপ্রেস’ ফুরিয়ে যাননি। আর কতবার প্রমাণ দেবেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। সোমবার বিকেএসপিতে আবারও দেখা গেল মাশরাফি-ম্যাজিক। ২৫০ বল ও পুরো ১০ উইকেট হাতে রেখে লিজেন্ডস অব রূপগঞ্জ (৮৪/০) হারিয়েছে মোহামেডানকে (৮০)। রূপগঞ্জের রূপের ঝলক একাই দেখালেন অধিনায়ক মাশরাফি। তার বোলিং ফিগার-৮.৪-৩-১৭-৫।
পাঁচ ম্যাচে জয়শূন্য মোহামেডান এটি তাদের চতুর্থ হার। অবনমনের শঙ্কায় তারা। রূপগঞ্জের এটি টানা পঞ্চম জয়। বিকেএসপির আরেক মাঠে ১৯৬ করেও শাইনপুকুরের বিপক্ষে ৫৫ রানে জিতেছে শেখ জামাল। ফতুল্লায় নিজেদের পঞ্চম ম্যাচে গাজী গ্রুপের কাছে প্রথম হারল প্রাইম ব্যাংক।
মোহামেডানের মাত্র দুজন ব্যাটার ইমরুল কায়েস (১১) ও সৌম্য সরকার (৪১) দুই অঙ্কের রান করেন। দুর্দান্ত বোলিংয়ে মাশরাফি ক্যারিয়ারে সপ্তমবার লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেট পেলেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েন তিনি। জবাবে পারভেজ হোসেনের ২১ বলে ৪৪* এবং মুনিম শাহরিয়ারের ২৯ বলে ৩০* রানে ৮.২ ওভারে একদিনের ম্যাচ জেতে রূপগঞ্জ।
শেখ জামালের ফজলে মাহমুদের ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। আগের ম্যাচে সেঞ্চুরির পর শাইনপুকুরের বিপক্ষে করলেন ৯১*। অন্যদের ব্যর্থতায় শেখ জামাল নয় উইকেটে ১৯৬ রান করেন। জবাবে শাইনপুকুর ১৪১ রানে অলআউট হয়। এদিকে মুশফিকুর রহিম (৭৪) এবং ইয়াসির আলীর (৪৮) উজ্জ্বল ব্যাটিংয়ের পরও ২০৪ রানের বেশি করতে পারেনি প্রাইম ব্যাংক। জবাবে ৯২ বলে রবি তেজার সেঞ্চুরিতে (১০১*) পাঁচ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ।