সাইক্লিস্ট মারুফের পরিবারকে বিওএ’র পাঁচ লাখ টাকা অনুদান
ক্রীড়া প্রতিবেদক
২৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সদ্যসমাপ্ত যুব গেমসে ধার করা সাইকেল নিয়ে খেলে স্বর্ণপদক জিতেছিলেন দিনাজপুরের মাশরাফি হোসেন মারুফ। ২৮ ফেব্রুয়ারি বাড়ি যাওয়ার পথে চিরিরবন্দর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। মারুফের পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে মারুফের পরিবারের কাছে এই অর্থ তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। নিহত মারুফ চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়বাউল এলাকার আনিছুর রহমানের ছেলে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাইক্লিস্ট মারুফের পরিবারকে বিওএ’র পাঁচ লাখ টাকা অনুদান
সদ্যসমাপ্ত যুব গেমসে ধার করা সাইকেল নিয়ে খেলে স্বর্ণপদক জিতেছিলেন দিনাজপুরের মাশরাফি হোসেন মারুফ। ২৮ ফেব্রুয়ারি বাড়ি যাওয়ার পথে চিরিরবন্দর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। মারুফের পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে মারুফের পরিবারের কাছে এই অর্থ তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। নিহত মারুফ চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়বাউল এলাকার আনিছুর রহমানের ছেলে।