বাংলাদেশ-দ. কোরিয়া মুখোমুখি আজ

 ক্রীড়া প্রতিবেদক 
২৮ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ‘বি’-গ্রুপের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। গ্রুপের শেষ ম্যাচে আজ এই দলটির মুখোমুখি হবে বাংলাদেশ। ওমানের সালালহ স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত পৌনে ৮টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপপর্বে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। একটি হারের বিপরীতে দুটি করে ম্যাচ জিতে ছয় পয়েন্ট করে রয়েছে দুদলের। তবে গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে কোরিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ ২-০ গোলে ওমানকে এবং উজবেকিস্তানকে ৩-১ গোলে হারালেও মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে। অন্যদিকে কোরিয়া ৬-১ গোলে উজবেকিস্তান এবং ৮-১ গোলে ওমানকে হারালেও মালয়েশিয়ার হেরেছে ৩-১ গোলে। দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলেই বাংলাদেশের সম্ভাবনা থাকবে জুনিয়র বিশ্বকাপে খেলার। সেই প্রত্যাশা নিয়েই আজ মাঠে নামবেন প্রিন্স লাল সামন্তরা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন