গ্যালারি থেকে পড়ে দর্শকের মৃত্যু

 ক্রীড়া ডেস্ক 
০৫ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বুয়েন্স আয়ার্সে রিভারপ্লেটের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামের উঁচু গ্যালারি থেকে পড়ে গিয়ে এক দর্শকের মৃত্যু হয়েছে। শনিবার আর্জেন্টিনার ঘরোয়া লিগের ম্যাচে এ দুর্ঘটনার ২৬ মিনিট পরই বন্ধ করে দেওয়া হয় রিভারপ্লেট ও দেফেন্সা ই হুস্তিসিয়ার ম্যাচটি।

ওই দর্শক কীভাবে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রিভারপ্লেট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সংঘর্ষ বা গণ্ডগোলের মতো ঘটনা ঘটেনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন