ফাইনাল রাউন্ডে হুমায়রা জারা

 ক্রীড়া প্রতিবেদক 
০৫ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ইউরোপিয়ান স্প্রিং ওপেন টেনিস প্রতিযোগিতার চূড়ান্ত ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। চূড়ান্ত ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এএসএম হায়দারের মেয়ে হুমায়রা হায়দার জারা তুর্কমেনিস্তানে অনুষ্ঠেয় জুনিয়র ওয়ার্ল্ড টেনিস সিরিজের (জেডব্লুটিএস) ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। জারা বালিকা একক অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে রানারআপ, বালিকা দ্বৈত অনূর্ধ্ব-১৪ বছর গ্রুপে রানারআপ এবং বালক ও বালিকা অনূর্ধ্ব-১২ বছর মিশ্র দ্বৈতে রানারআপ হয়। অন্যদিকে বালক বিভাগে বাংলাদেশের খেলোয়াড় মোহাম্মদ হায়দার বালক ও বালিকা অনূর্ধ্ব-১২ মিশ্র দ্বৈতে রানারআপ ও বালক একক অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে চতুর্থ স্থান অধিকার করে। প্রতিযোগিতায় বুলগেরিয়া, রোমানিয়া, তানজানিয়া, বাংলাদেশ, ইসরাইল, ওমান ও সার্বিয়া থেকে অনূর্ধ্ব-১২

ও অনূর্ধ্ব-১৪ বছরের বালক ও বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে। লাল-সবুজের খেলোয়াড়রা ১১ জুন ভোর ৫টায় তার্কিশ এয়ারওয়েজে বাংলাদেশে ফিরে আসবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন