আরও সময় চায় তদন্ত কমিটি

 ক্রীড়া প্রতিবেদক 
০৮ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষিদ্ধ হওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছিল বাফুফে। ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। যার মেয়াদ শেষ হবে ১৪ জুন। তবে তদন্তের জন্য আরও সময় চায় কমিটি। বুধবার তদন্ত কমিটির ষষ্ঠ সভা শেষে কমিটির আহ্বায়ক ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের কাজের অগ্রগতি হয়েছে। আরও কয়েকটি সভায় বসা দরকার। সভাপতির কাছে সময় চাইতে পারি।’ তিনি যোগ করেন, ‘কিছুদিন আগে আমি রাষ্ট্রীয় সফরে চীনে ছিলাম ১০ দিন। এর মধ্যেও তদন্ত কার্যক্রম চলমান ছিল। সব মিলিয়ে আমাদের হয়তো আরও কিছু সময় লাগতে পারে।’

জানা যায়, আগামী সপ্তাহে আরও দুটি সভার এবং পরের সপ্তাহে তদন্ত কমিটির কার্যক্রম শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে নাবিল বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট নির্বাহী কমিটিকে দেওয়া হবে। নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন