‘এবারের সাফ চ্যালেঞ্জিং’

 ক্রীড়া প্রতিবেদক 
০৮ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে অনুশীলন চলছে জাতীয় ফুটবল দলের। ঢাকার এক স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছেন জামাল-তপু-জিকোরা। বুধবার জামাল ভূঁইয়াদের উজ্জীবিত করতে টিম হোটেলে গিয়েছিলেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। সেখানে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। পরে এক সংবাদ সম্মেলনে কাজী নাবিল বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাদের বেশ উজ্জীবিত মনে হয়েছে। সাফের এবারের আসর হবে চ্যালেঞ্জিং। এই প্রথম সাফের ভৌগোলিক এলাকার বাইরে থেকে দুটো দল টুর্নামেন্টে খেলছে (লেবানন ও কুয়েত)। তারা অনেক শক্তিশালী। আমাদের জন্য শুধু নয়, বাকি সব দলের জন্য বিষয়টা চ্যালেঞ্জিং হবে।’ তিনি যোগ করেন, ‘৯০ মিনিটের খেলা। জামালরা যেন শতভাগ দিয়ে খেলে। পুরো জাতি তাদের দিকে তাকিয়ে। আমাদের ঘরোয়া লিগে সবাই সেরা খেলোয়াড়। তারা যখন জাতীয় দলের জার্সি পরে, জাতির আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে। সেই দায়িত্ববোধ থেকে তাদের আরও বেশি মনোযোগ দিতে হবে। আশা করছি, ভালো কিছু দিতে পারবে।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন