‘হলুদ’ অভিষেক নেইমারের

 ক্রীড়া ডেস্ক 
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সান্তোসের হয়ে জিতেছেন কোপা লিবার্তাদোরেস। বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। পিএসজির হয়েও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন নেইমার। দক্ষিণ আমেরিকা ও ইউরোপ জয় করে সৌদি আরবে আসা ব্রাজিলীয় ফরোয়ার্ডের জন্য এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের অভিষেক একদমই ভালো হয়নি। সোমবার রাতে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের সঙ্গে ১-১ গোলে ড্র করতে ঘাম ছুটে গেছে নেইমারের আল হিলালের। ঘরের মাঠে ভুলে যাওয়ার মতো রাতে পায়ের জাদুতে আল হিলাল সমর্থকদের মুগ্ধ করতে পারেননি নেইমার। পারেননি গোলের সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে জেতাতে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলতে আসা নাভবাহোরের বিপক্ষে ৫২ মিনিটে দল পিছিয়ে পড়ার পর মেজাজ হারিয়ে প্রতিপক্ষের একজনকে ধাক্কা দিয়ে উলটো হলুদ কার্ড দেখেন নেইমার। পুরো ম্যাচেই এটাই তার একমাত্র প্রাপ্তি! যোগ করা সময়ের শেষ মুহূর্তে ডিফেন্ডার আলী আল বুলাইহির গোলে নিশ্চিত হার এড়ায় আল হিলাল।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন