প্রথম দুই ওয়ানডেতে কোচ পোথাস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এশিয়া কাপ শেষ হতেই শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। আগামীকাল মিরপুরে প্রথম ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলের গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। স্ত্রীর অস্ত্রোপচারের জন্য তিনি ছুটি নিয়েছেন। ২৬ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। তার পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার বলেন, ‘হাথুরুসিংহের স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরু দুটি ওয়ানডেতে থাকবে না। সার্জারি আছে, ২৫ তারিখে আসবে। পরের দিন দলের সঙ্গে যোগ দেবে। এই সময়ে আমরা পোথাসকে নিয়োগ দিয়েছি।’