প্রান্তিক মানুষের কথা তুলে ধরুন

 ময়ুখ চৌধুরী 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

যারা সমাজে বঞ্চিত-অবহেলিত, এমন সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা-হতাশা, তাদের পাওয়া না পাওয়ার কথা তুলে ধরতে যুগান্তর অতীতে সোচ্চার ছিল, এখনো রয়েছে। আশা করি, পত্রিকাটির এ ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রযুক্তির কল্যাণে পৃথিবী অনেক ছোট হয়ে এসেছে; আগামী দিনি আরও ছোট হয়ে আসবে। কিন্তু এসব সুযোগ সমাজের সচ্ছল মানুষ যতটা পায়, দরিদ্র ও হতদরিদ্ররা সেভাবে পায় না। এরকম আরও অনেক কারণে দরিদ্র ও হতদরিদ্র মানুষের কণ্ঠ দেশের নীতিনির্ধারকদের কাছে পৌঁছতে পারে না। গণমাধ্যম এ সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে যুগান্তর অতীতে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে, আগামী দিনেও তেমন ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা। সমাজে যারা তুলনামূলক কম সুযোগ-সুবিধা পায়, সুযোগ দিলে তাদের মধ্য থেকেও কেউ কেউ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাজেই সেসব মানুষের সম্ভাবনার কথাও যুগান্তর তুলে ধরবে-এটাই প্রত্যাশা।

ময়ুখ চৌধুরী : সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন