প্রান্তিক মানুষের কথা তুলে ধরুন
যারা সমাজে বঞ্চিত-অবহেলিত, এমন সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা-হতাশা, তাদের পাওয়া না পাওয়ার কথা তুলে ধরতে যুগান্তর অতীতে সোচ্চার ছিল, এখনো রয়েছে। আশা করি, পত্রিকাটির এ ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রযুক্তির কল্যাণে পৃথিবী অনেক ছোট হয়ে এসেছে; আগামী দিনি আরও ছোট হয়ে আসবে। কিন্তু এসব সুযোগ সমাজের সচ্ছল মানুষ যতটা পায়, দরিদ্র ও হতদরিদ্ররা সেভাবে পায় না। এরকম আরও অনেক কারণে দরিদ্র ও হতদরিদ্র মানুষের কণ্ঠ দেশের নীতিনির্ধারকদের কাছে পৌঁছতে পারে না। গণমাধ্যম এ সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে যুগান্তর অতীতে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে, আগামী দিনেও তেমন ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা। সমাজে যারা তুলনামূলক কম সুযোগ-সুবিধা পায়, সুযোগ দিলে তাদের মধ্য থেকেও কেউ কেউ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাজেই সেসব মানুষের সম্ভাবনার কথাও যুগান্তর তুলে ধরবে-এটাই প্রত্যাশা।
ময়ুখ চৌধুরী : সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক
প্রান্তিক মানুষের কথা তুলে ধরুন
ময়ুখ চৌধুরী
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
যারা সমাজে বঞ্চিত-অবহেলিত, এমন সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা-হতাশা, তাদের পাওয়া না পাওয়ার কথা তুলে ধরতে যুগান্তর অতীতে সোচ্চার ছিল, এখনো রয়েছে। আশা করি, পত্রিকাটির এ ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রযুক্তির কল্যাণে পৃথিবী অনেক ছোট হয়ে এসেছে; আগামী দিনি আরও ছোট হয়ে আসবে। কিন্তু এসব সুযোগ সমাজের সচ্ছল মানুষ যতটা পায়, দরিদ্র ও হতদরিদ্ররা সেভাবে পায় না। এরকম আরও অনেক কারণে দরিদ্র ও হতদরিদ্র মানুষের কণ্ঠ দেশের নীতিনির্ধারকদের কাছে পৌঁছতে পারে না। গণমাধ্যম এ সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে যুগান্তর অতীতে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে, আগামী দিনেও তেমন ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা। সমাজে যারা তুলনামূলক কম সুযোগ-সুবিধা পায়, সুযোগ দিলে তাদের মধ্য থেকেও কেউ কেউ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাজেই সেসব মানুষের সম্ভাবনার কথাও যুগান্তর তুলে ধরবে-এটাই প্রত্যাশা।
ময়ুখ চৌধুরী : সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023