অভিশংসন তদন্তে সহযোগিতা করবে না হোয়াইট হাউস
যুগান্তর ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তে সহযোগিতা করা হবে না জানিয়েছে হোয়াইট হাউস।
ডেমোক্র্যাট নেতাদের কাছে মঙ্গলবার পাঠানো এক চিঠিতে চলমান তদন্তকে ‘ভিত্তিহীন’ ও ‘সাংবিধানিকভাবে অবৈধ’ বলেও অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের দুর্নীতি তদন্তে চাপ দিতে ট্রাম্প ইউক্রেইনে সামরিক সহায়তা আটকে দিয়েছিলেন কি না, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটি তা খতিয়ে দেখছে। বিবিসি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অভিশংসন তদন্তে সহযোগিতা করবে না হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তে সহযোগিতা করা হবে না জানিয়েছে হোয়াইট হাউস।
ডেমোক্র্যাট নেতাদের কাছে মঙ্গলবার পাঠানো এক চিঠিতে চলমান তদন্তকে ‘ভিত্তিহীন’ ও ‘সাংবিধানিকভাবে অবৈধ’ বলেও অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের দুর্নীতি তদন্তে চাপ দিতে ট্রাম্প ইউক্রেইনে সামরিক সহায়তা আটকে দিয়েছিলেন কি না, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটি তা খতিয়ে দেখছে। বিবিসি