ড্রোন হামলায় ইরানের আরেক কমান্ডার নিহত
সিরিয়া-ইরাক সীমান্তে ড্রোন হামলায় এবার প্রাণ গেল ইরানের বিপ্লবী গার্ডসের আরেক এক জ্যেষ্ঠ কমান্ডারের। ঘটনাস্থলে কমান্ডার ছাড়াও আরও তিনজন নিহত হয়েছেন। শনি থেকে রোববারের মধ্যে কোনো এক সময় তাদের ওপর হামলা হয়েছিল। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল-আরাবিয়া জানিয়েছে, সিরিয়া অতিক্রম করতে যাওয়া আল-কিয়াম সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়।
তাদের লাশ উদ্ধারে ইরাকি আধাসামরিক বাহিনীর সদস্যরা সহায়তা করেন। এর বাইরে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে এ খবর অস্বীকার করেছে হিজবুল্লাহ সংশ্লিষ্ট নেটওয়ার্ক আল-মিয়াদান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ড্রোন হামলায় ইরানের আরেক কমান্ডার নিহত
সিরিয়া-ইরাক সীমান্তে ড্রোন হামলায় এবার প্রাণ গেল ইরানের বিপ্লবী গার্ডসের আরেক এক জ্যেষ্ঠ কমান্ডারের। ঘটনাস্থলে কমান্ডার ছাড়াও আরও তিনজন নিহত হয়েছেন। শনি থেকে রোববারের মধ্যে কোনো এক সময় তাদের ওপর হামলা হয়েছিল। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল-আরাবিয়া জানিয়েছে, সিরিয়া অতিক্রম করতে যাওয়া আল-কিয়াম সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়।
তাদের লাশ উদ্ধারে ইরাকি আধাসামরিক বাহিনীর সদস্যরা সহায়তা করেন। এর বাইরে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে এ খবর অস্বীকার করেছে হিজবুল্লাহ সংশ্লিষ্ট নেটওয়ার্ক আল-মিয়াদান।