বৈরুত বিস্ফোরণে প্রধানমন্ত্রীকে দায়ী করলেন বিচারক
যুগান্তর ডেস্ক
১১ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
লেবাননের বৈরুত বন্দরে বিশাল বিস্ফোরণের জন্য অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হাসান দিয়াব ও তার তিন মন্ত্রীকে দায়ী করেছেন শীর্ষ তদন্তকারী বিচারক ফাদি সাওয়ান। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এ রায় দেন আদালত। এএফপি।
চলতি বছরের ৪ আগস্টের ওই অ্যামোনিয়া বিস্ফোরণে ২০০ মানুষ মারা যান। এতে রাজধানী বৈরুতের উল্লেখযোগ্য এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের পর থেকে রাজনৈতিক এলিট শ্রেণির বিরুদ্ধে মানুষের ক্ষোভ উগরে ওঠে।
বিচারিক সূত্রগুলো বলছে, অ্যামোনিয়াম নাইট্রেট সারের রাসায়নিক ধ্বংসের কার্যক্রম স্থগিত রাখার বিরুদ্ধে একাধিক চিঠিতে সন্দেহভাজনদের সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত হয়েছে।
কিন্তু তারা সেই সত্যতা আমলে নেননি। এমনকি ধ্বংসাত্মক বিস্ফোরণ ও প্রচুর ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপও তারা নেননি। এ কারণে বৃহদাকারের ওই বিস্ফোরণ ঘটেছে এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিচার বিভাগ ও তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি দায়ী তিন মন্ত্রী হলেন- অর্থের আলী হাসান খলিল, কর্মসংস্থানের ইউসেফ ফেনিয়ানস ও পরিবহনের গাজী জেইতার।
গত মাসে পার্লামেন্টকে দেয়া এক চিঠিতে বিদায়ী কয়েক মন্ত্রীর দায়বদ্ধতা খতিয়ে দেখতে চিঠি দেন সাওয়ান। চিঠিটি দেয়া হয়েছিল প্রধানমন্ত্রীর নিজস্ব তদন্তে বিস্ফোরণে কয়েকজন মন্ত্রীর সন্দেহভাজন ভূমিকা উঠে আসার পর। এমনকি বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট পড়ে থাকার সমস্যা সমাধানে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেননি।
বিস্ফারণটি নিয়ে আগামী সোমবার অস্থায়ী প্রধানমন্ত্রীকে জেরার মুখে পড়তে হবে। লেবাননের ইতিহাসে এর আগে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণের পর ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের এফবিআই’র বিশেষজ্ঞদের সহায়তায় প্রাথমিক তদন্ত করা হয়। ওই ঘটনায় দেশটির মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়েছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বৈরুত বিস্ফোরণে প্রধানমন্ত্রীকে দায়ী করলেন বিচারক
লেবাননের বৈরুত বন্দরে বিশাল বিস্ফোরণের জন্য অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হাসান দিয়াব ও তার তিন মন্ত্রীকে দায়ী করেছেন শীর্ষ তদন্তকারী বিচারক ফাদি সাওয়ান। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এ রায় দেন আদালত। এএফপি।
চলতি বছরের ৪ আগস্টের ওই অ্যামোনিয়া বিস্ফোরণে ২০০ মানুষ মারা যান। এতে রাজধানী বৈরুতের উল্লেখযোগ্য এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের পর থেকে রাজনৈতিক এলিট শ্রেণির বিরুদ্ধে মানুষের ক্ষোভ উগরে ওঠে।
বিচারিক সূত্রগুলো বলছে, অ্যামোনিয়াম নাইট্রেট সারের রাসায়নিক ধ্বংসের কার্যক্রম স্থগিত রাখার বিরুদ্ধে একাধিক চিঠিতে সন্দেহভাজনদের সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত হয়েছে।
কিন্তু তারা সেই সত্যতা আমলে নেননি। এমনকি ধ্বংসাত্মক বিস্ফোরণ ও প্রচুর ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপও তারা নেননি। এ কারণে বৃহদাকারের ওই বিস্ফোরণ ঘটেছে এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিচার বিভাগ ও তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি দায়ী তিন মন্ত্রী হলেন- অর্থের আলী হাসান খলিল, কর্মসংস্থানের ইউসেফ ফেনিয়ানস ও পরিবহনের গাজী জেইতার।
গত মাসে পার্লামেন্টকে দেয়া এক চিঠিতে বিদায়ী কয়েক মন্ত্রীর দায়বদ্ধতা খতিয়ে দেখতে চিঠি দেন সাওয়ান। চিঠিটি দেয়া হয়েছিল প্রধানমন্ত্রীর নিজস্ব তদন্তে বিস্ফোরণে কয়েকজন মন্ত্রীর সন্দেহভাজন ভূমিকা উঠে আসার পর। এমনকি বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট পড়ে থাকার সমস্যা সমাধানে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেননি।
বিস্ফারণটি নিয়ে আগামী সোমবার অস্থায়ী প্রধানমন্ত্রীকে জেরার মুখে পড়তে হবে। লেবাননের ইতিহাসে এর আগে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণের পর ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের এফবিআই’র বিশেষজ্ঞদের সহায়তায় প্রাথমিক তদন্ত করা হয়। ওই ঘটনায় দেশটির মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়েছিল।