ফ্রান্সের পার্লামেন্টে ফের ইসলামবিরোধী বিল পাশ
যুগান্তর ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ফ্রান্স। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিুকক্ষে একটি বিল পাশ করা হয়েছে। দেশটির সরকারের ভাষায়, ‘র্যাডিক্যাল ইসলাম’ তথা ‘মৌলবাদি ইসলাম’র বিরুদ্ধে লড়াই করতে বিলটি আনা হয়েছে।
তবে বিশ্লেষক ও ইসলামি পণ্ডিতরা বলছেন, মুসলিম ও তাদের ধর্মবিশ্বাসকে টার্গেট করতেই এই নতুন আইন করা হচ্ছে।
বিলটি আইনে পরিণত হলে ফ্রান্সের সব মসজিদ, ইসলাম সংশ্লিষ্ট সমিতি, সরকারি অফিস ও স্কুলগুলোতে নজরদারি করতে পারবে সরকার। শুধু তাই নয়, এর মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে। এএফপি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফ্রান্সের পার্লামেন্টে ফের ইসলামবিরোধী বিল পাশ
ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ফ্রান্স। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিুকক্ষে একটি বিল পাশ করা হয়েছে। দেশটির সরকারের ভাষায়, ‘র্যাডিক্যাল ইসলাম’ তথা ‘মৌলবাদি ইসলাম’র বিরুদ্ধে লড়াই করতে বিলটি আনা হয়েছে।
তবে বিশ্লেষক ও ইসলামি পণ্ডিতরা বলছেন, মুসলিম ও তাদের ধর্মবিশ্বাসকে টার্গেট করতেই এই নতুন আইন করা হচ্ছে।
বিলটি আইনে পরিণত হলে ফ্রান্সের সব মসজিদ, ইসলাম সংশ্লিষ্ট সমিতি, সরকারি অফিস ও স্কুলগুলোতে নজরদারি করতে পারবে সরকার। শুধু তাই নয়, এর মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে। এএফপি