লাদাখ সংকট নিরসনে একমত ভারত-চীন
লাদাখ সংকট দ্রুত নিরসনে একমত হয়েছে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও চীন। বিষয়টি নিয়ে একে অপরের সঙ্গে প্রায় ৭৫ মিনিট ধরে ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কয়েক মাস ধরে চলা সমস্যার সমাধানে একটি হটলাইন চালু করতেও সম্মত হয়েছে নয়াদিল্লি ও বেইজিং। টেলিফোন আলাপে তারা বলেছেন, লাদাখ সীমান্তে কোনো একপক্ষ নয় বরং উভয়পক্ষের স্বার্থ রয়েছে। উভয় মন্ত্রী নিজেদের মধ্যে হটলাইনে সার্বক্ষণিক যোগাযোগ রাখার সিদ্ধান্ত নেন। এর আগে ভারতের পক্ষ থেকে লাদাখে স্থিতাবস্থা পরিবর্তনের জন্য চীনের উসকানিমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। দি প্রিন্ট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছোট খবর
লাদাখ সংকট নিরসনে একমত ভারত-চীন
লাদাখ সংকট দ্রুত নিরসনে একমত হয়েছে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও চীন। বিষয়টি নিয়ে একে অপরের সঙ্গে প্রায় ৭৫ মিনিট ধরে ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কয়েক মাস ধরে চলা সমস্যার সমাধানে একটি হটলাইন চালু করতেও সম্মত হয়েছে নয়াদিল্লি ও বেইজিং। টেলিফোন আলাপে তারা বলেছেন, লাদাখ সীমান্তে কোনো একপক্ষ নয় বরং উভয়পক্ষের স্বার্থ রয়েছে। উভয় মন্ত্রী নিজেদের মধ্যে হটলাইনে সার্বক্ষণিক যোগাযোগ রাখার সিদ্ধান্ত নেন। এর আগে ভারতের পক্ষ থেকে লাদাখে স্থিতাবস্থা পরিবর্তনের জন্য চীনের উসকানিমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। দি প্রিন্ট।