ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধসে ৬ মৃত্যু
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাতের পর বুধবার সন্ধ্যায় স্থানীয় বুরাঙ্গা গ্রামের ওই খনিতে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ মোকবেলা সংস্থা। দুর্যোগ সংস্থাটির উদ্ধারকারীদের পাশাপাশি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। দুর্যোগ সংস্থা মাটি খুঁড়ে তল্লাশি চালাতে ভারি যন্ত্রপাতি মোতায়েন করেছে। বৃহস্পতিবার অন্তত ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এখনো আরও অন্তত একজন নিখোঁজ রয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে। রয়টার্স।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধসে ৬ মৃত্যু
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাতের পর বুধবার সন্ধ্যায় স্থানীয় বুরাঙ্গা গ্রামের ওই খনিতে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ মোকবেলা সংস্থা। দুর্যোগ সংস্থাটির উদ্ধারকারীদের পাশাপাশি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। দুর্যোগ সংস্থা মাটি খুঁড়ে তল্লাশি চালাতে ভারি যন্ত্রপাতি মোতায়েন করেছে। বৃহস্পতিবার অন্তত ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এখনো আরও অন্তত একজন নিখোঁজ রয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে। রয়টার্স।