লুঙ্গি-গামছা-সিমেন্টের বস্তা দিয়ে ব্যারিকেড
যুগান্তর ডেস্ক
০৪ মার্চ ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাস্তাজুড়ে টানানো হয়েছে অসংখ্য দড়ি। তাতে টাঙিয়ে দেওয়া হয়েছে জামা-পায়জামা, লুঙ্গি, গামছাসহ শতশত কাপড়। সেনা-পুলিশ ও সাঁজোয়া যানের চলাচল বন্ধ করে দিতে বুধবার ইয়াঙ্গুনের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় ব্যারিকেড দিয়েছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা। ইট-বালু-সিমেন্টের বস্তা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে ইয়াঙ্গুনের আরেক রাস্তায়। পুলিশের গুলি থেকে বাঁচতে তার পেছনে অবস্থান নিয়েছে কয়েকশ’ বিক্ষোভকারী। মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে এক মাসের বেশি সময় ধরে সর্বাত্মক বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির রাজনীতি সচেতন গণতন্ত্রকামী জনতা। উত্তেজনা বিরাজ করছে সর্বত্রই। কিন্তু বিক্ষোভ ঠেকাতে প্রতিদিনই আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ছে নিয়মিতই। প্রতিরোধে নতুন নতুন কৌশল আনার চেষ্টা করছে জনতাও। গুলি থেকে বাঁচতে মাথায় হেলমেট, চোখে গগলস আর হাতে গ্লাভস পরছে। ব্যবহার করছে নিজেদের বানানো ঢাল। পুলিশের চলাচল ব্যাহত করতে রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড বসাচ্ছে এএফপি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লুঙ্গি-গামছা-সিমেন্টের বস্তা দিয়ে ব্যারিকেড
রাস্তাজুড়ে টানানো হয়েছে অসংখ্য দড়ি। তাতে টাঙিয়ে দেওয়া হয়েছে জামা-পায়জামা, লুঙ্গি, গামছাসহ শতশত কাপড়। সেনা-পুলিশ ও সাঁজোয়া যানের চলাচল বন্ধ করে দিতে বুধবার ইয়াঙ্গুনের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় ব্যারিকেড দিয়েছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা। ইট-বালু-সিমেন্টের বস্তা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে ইয়াঙ্গুনের আরেক রাস্তায়। পুলিশের গুলি থেকে বাঁচতে তার পেছনে অবস্থান নিয়েছে কয়েকশ’ বিক্ষোভকারী। মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে এক মাসের বেশি সময় ধরে সর্বাত্মক বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির রাজনীতি সচেতন গণতন্ত্রকামী জনতা। উত্তেজনা বিরাজ করছে সর্বত্রই। কিন্তু বিক্ষোভ ঠেকাতে প্রতিদিনই আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ছে নিয়মিতই। প্রতিরোধে নতুন নতুন কৌশল আনার চেষ্টা করছে জনতাও। গুলি থেকে বাঁচতে মাথায় হেলমেট, চোখে গগলস আর হাতে গ্লাভস পরছে। ব্যবহার করছে নিজেদের বানানো ঢাল। পুলিশের চলাচল ব্যাহত করতে রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড বসাচ্ছে এএফপি