ইউক্রেন-রাশিয়া ফের সংঘাত নিহত ২
আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের ধারণাই সত্যি হতে চলেছে। তারা বড়সড় যুদ্ধের আশঙ্কা করছিলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। মঙ্গলবার নতুন করে গোলাগুলির পর আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা জোরালো হচ্ছে ইউক্রেন-রাশিয়া সীমান্তে। এদিনের ঘটনায় ইউক্রেনের দুই সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স। পূর্বাঞ্চলের সীমান্তে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের লড়াই চলছে ২০১৪ সাল থেকেই। তবে গত কয়েকদিনে বেড়েছে উত্তেজনা। ইউক্রেনের অভিযোগ, হঠাৎ সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে মস্কো। সাত বছর আগে ওই অঞ্চলে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় মস্কো। নতুন করে ইউক্রেন সীমান্তে মস্কোর তৎপরতায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এ অবস্থায় দ্রুত সামরিক জোট ন্যাটোর সদস্য পদ দেওয়ার দাবি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউক্রেন-রাশিয়া ফের সংঘাত নিহত ২
আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের ধারণাই সত্যি হতে চলেছে। তারা বড়সড় যুদ্ধের আশঙ্কা করছিলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। মঙ্গলবার নতুন করে গোলাগুলির পর আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা জোরালো হচ্ছে ইউক্রেন-রাশিয়া সীমান্তে। এদিনের ঘটনায় ইউক্রেনের দুই সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স। পূর্বাঞ্চলের সীমান্তে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের লড়াই চলছে ২০১৪ সাল থেকেই। তবে গত কয়েকদিনে বেড়েছে উত্তেজনা। ইউক্রেনের অভিযোগ, হঠাৎ সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে মস্কো। সাত বছর আগে ওই অঞ্চলে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় মস্কো। নতুন করে ইউক্রেন সীমান্তে মস্কোর তৎপরতায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এ অবস্থায় দ্রুত সামরিক জোট ন্যাটোর সদস্য পদ দেওয়ার দাবি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট।