মার্কেলের ৩০ বছরের দুর্গে ২৭ বছর বয়সি আনা
যুগান্তর ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
জার্মানিতে গত ৩০ বছর ধরে যে আসনটি অ্যাঞ্জেলা মার্কেলের দখলে ছিল, এবারের নির্বাচনে সেই আসনটি চলে গেছে তার চিরপ্রতিদ্বন্দ্বী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) দখলে।
১৯৯০ থেকে একচেটিয়াভাবে দখলে রাখা সেই আসনে এবার জিতেছেন ১৯৯৩ সালে জন্ম নেওয়া আরেক নারী আনা কাসাউৎস্কি।
এ ঘটনা প্রমাণ করছে, রোববার জার্মানের ভোটাররা রায় দিয়েছেন প্রজন্মের প্রহরী পরিবর্তনের পক্ষেই। দি গার্ডিয়ান।
ভার্পোমান রুজেন-ভার্পোমান গ্রিফসওয়ার্ল্ড জেলার আসনটি থেকে সরাসরি ম্যান্ডেটে নির্বাচিত হয়ে আসছিলেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
এবার এটি হাত ছাড়া হলো। কারণ, এই আসনে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মার্কেল মনোনীত ৩৩ বছর বয়সি কর নিরীক্ষক জর্জ গুন্থার। নির্বাচনে ২৪.৩ শতাংশ পয়েন্ট পেয়ে নির্বাচিত হয়েছেন আনা কাসাউৎস্কি। আর গুন্থার পেয়েছেন ২০.৪ শতাংশ পয়েন্ট।
নির্বাচনে জয়লাভের পর কাসাউৎস্কি বলেন, ‘আমি অবিশ্বাস্যভাবে সম্মানিত বোধ করছি। এটা আমাদের দলীয় প্রচেষ্টারই ফল।’ হাইডেলবার্গে জন্ম নেওয়া তরুণ এ রাজনীতিবিদ সমাজতান্ত্রিক আন্দোলনে জেলাপর্যায়ের একজন নেত্রী।
পেশার সূত্রে তিনি গ্রিফসওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ে একটি পরিবার সহায়তা পরিষেবা দলের নেতৃত্ব দিচ্ছেন।
টুইটারে দেওয়া কাসাউৎস্কির জীবনী বলছে, তিনি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অনুপ্রাণিত এবং তিনি একজন প্রতিশ্রুতিবদ্ধ নারীবাদী ইউরোপিয়ান।
নির্বাচনে তার এই বিজয় জার্মানির উত্তর-পূর্বে ব্যাপক ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে এসপিডি ব্র্যান্ডেনবার্গ এবং ম্যাকলেনবার্গ-ভোরপোমার্ন রাজ্যের প্রতিটি নির্বাচনী এলাকায় ধারণাতীত ফলাফল অর্জন করেছে।
গ্রীন পার্টি, যার শুধুমাত্র একটি সরাসরি ম্যান্ডেট ছিল, দক্ষিণ-পশ্চিম বাডেন-ওয়ার্টেমবার্গ এবং মিউনিখের মতো রক্ষণশীল শক্তির ঘাঁটিতে অসম্ভবভাবে আসন বাজিমাত করেছে। তাদের সরাসরি নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৬।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মার্কেলের ৩০ বছরের দুর্গে ২৭ বছর বয়সি আনা
জার্মানিতে গত ৩০ বছর ধরে যে আসনটি অ্যাঞ্জেলা মার্কেলের দখলে ছিল, এবারের নির্বাচনে সেই আসনটি চলে গেছে তার চিরপ্রতিদ্বন্দ্বী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) দখলে।
১৯৯০ থেকে একচেটিয়াভাবে দখলে রাখা সেই আসনে এবার জিতেছেন ১৯৯৩ সালে জন্ম নেওয়া আরেক নারী আনা কাসাউৎস্কি।
এ ঘটনা প্রমাণ করছে, রোববার জার্মানের ভোটাররা রায় দিয়েছেন প্রজন্মের প্রহরী পরিবর্তনের পক্ষেই। দি গার্ডিয়ান।
ভার্পোমান রুজেন-ভার্পোমান গ্রিফসওয়ার্ল্ড জেলার আসনটি থেকে সরাসরি ম্যান্ডেটে নির্বাচিত হয়ে আসছিলেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
এবার এটি হাত ছাড়া হলো। কারণ, এই আসনে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মার্কেল মনোনীত ৩৩ বছর বয়সি কর নিরীক্ষক জর্জ গুন্থার। নির্বাচনে ২৪.৩ শতাংশ পয়েন্ট পেয়ে নির্বাচিত হয়েছেন আনা কাসাউৎস্কি। আর গুন্থার পেয়েছেন ২০.৪ শতাংশ পয়েন্ট।
নির্বাচনে জয়লাভের পর কাসাউৎস্কি বলেন, ‘আমি অবিশ্বাস্যভাবে সম্মানিত বোধ করছি। এটা আমাদের দলীয় প্রচেষ্টারই ফল।’ হাইডেলবার্গে জন্ম নেওয়া তরুণ এ রাজনীতিবিদ সমাজতান্ত্রিক আন্দোলনে জেলাপর্যায়ের একজন নেত্রী।
পেশার সূত্রে তিনি গ্রিফসওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ে একটি পরিবার সহায়তা পরিষেবা দলের নেতৃত্ব দিচ্ছেন।
টুইটারে দেওয়া কাসাউৎস্কির জীবনী বলছে, তিনি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অনুপ্রাণিত এবং তিনি একজন প্রতিশ্রুতিবদ্ধ নারীবাদী ইউরোপিয়ান।
নির্বাচনে তার এই বিজয় জার্মানির উত্তর-পূর্বে ব্যাপক ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে এসপিডি ব্র্যান্ডেনবার্গ এবং ম্যাকলেনবার্গ-ভোরপোমার্ন রাজ্যের প্রতিটি নির্বাচনী এলাকায় ধারণাতীত ফলাফল অর্জন করেছে।
গ্রীন পার্টি, যার শুধুমাত্র একটি সরাসরি ম্যান্ডেট ছিল, দক্ষিণ-পশ্চিম বাডেন-ওয়ার্টেমবার্গ এবং মিউনিখের মতো রক্ষণশীল শক্তির ঘাঁটিতে অসম্ভবভাবে আসন বাজিমাত করেছে। তাদের সরাসরি নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৬।