ফিলিস্তিনের ৬ মানবাধিকার গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ আখ্যা
ফিলিস্তিনের প্রথম সারির ছয়টি মানবাধিকার বিষয়ক গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যা দিয়েছে ইসরাইল। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই ছয়টি মানবাধিকার সংগঠন ফিলিস্তিনের বামপন্থি রাজনৈতিক দল ‘পপুলার ফ্রন্ট অব দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’র (পিএফএলপি) সঙ্গে সম্পর্ক রয়েছে। তারা আরও দাবি করেছে, পিএফএলপির একটি সশস্ত্র শাখাও রয়েছে। এখন ওই ছয়টি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ঘেরাও অভিযান পরিচালনা করতে পারবে ইসরাইলি সেনারা। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন ফিলিস্তিনিরা। ইসরাইলের পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক সম্প্রদায়। আলজাজিরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফিলিস্তিনের ৬ মানবাধিকার গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ আখ্যা
ফিলিস্তিনের প্রথম সারির ছয়টি মানবাধিকার বিষয়ক গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যা দিয়েছে ইসরাইল। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই ছয়টি মানবাধিকার সংগঠন ফিলিস্তিনের বামপন্থি রাজনৈতিক দল ‘পপুলার ফ্রন্ট অব দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’র (পিএফএলপি) সঙ্গে সম্পর্ক রয়েছে। তারা আরও দাবি করেছে, পিএফএলপির একটি সশস্ত্র শাখাও রয়েছে। এখন ওই ছয়টি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ঘেরাও অভিযান পরিচালনা করতে পারবে ইসরাইলি সেনারা। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন ফিলিস্তিনিরা। ইসরাইলের পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক সম্প্রদায়। আলজাজিরা।