Logo
Logo
×

দশ দিগন্ত

ফ্রান্সে শিক্ষক ধর্মঘট, প্রাইমারি স্কুল বন্ধ

সরকারের দুর্বল কোভিড ব্যবস্থাপনার প্রতিবাদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফ্রান্সের শিক্ষা খাতে কোভিড ব্যবস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না-নেওয়ার প্রতিবাদ হিসাবে তিন-চতুর্থাংশ শিক্ষকের পদত্যাগ করার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শিক্ষা ধর্মঘট, যা গত কয়েক দশকের মধ্যে দেখা যায়নি। এ ধর্মঘটে প্রায় ৭৫ শতাংশ শিক্ষক স্কুলের বাইরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বন্ধের উপক্রম হয়েছে দেশের অর্ধেক প্রাথমিক বিদ্যালয়। দি গার্ডিয়ান। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চলতি সপ্তাহেও কোভিড বিষয়ে সরকারের আগের দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। মহামারি চলাকালীন ফ্রান্সের অন্যতম সেরা সাফল্য ছিল বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় স্কুলগুলোকে বেশি খোলা রাখা। তিনি বলেন, ‘আমি মৌলিকভাবে বিশ্বাস করি, স্কুলগুলো খোলা রাখার বিষয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তা সঠিক পছন্দ।’

শিক্ষামন্ত্রী জিন-মিশেল ব্লাঙ্কার বলেছেন, ‘ফ্রান্স হলো সেই দেশ, যেটি তার স্কুলগুলোকে সবচেয়ে বেশি খোলা রাখার নজির গড়তে পেরেছে।’

কিন্তু কোভিড সংক্রমণের একটি ঢেউ, অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভেরিয়েন্টের তীব্রতা বেড়ে যাওয়ার পরও জানুয়ারির শুরুতে স্কুলগুলো খোলা রাখায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী এবং কর্মীদের মধ্যে কোভিড সংক্রমণের কারণে প্রায় ১০ হাজার ক্লাস বন্ধ হয়েছে। শিক্ষার্থীদের ওষুধের জন্য ফার্মেসিগুলোতে দেখা গেছে অভিভাবকদের দীর্ঘ সারি। তবে স্কুলগুলোতে ছয় বছরের বেশি বয়সি শিশুদের আবশ্যিকভাবে মাস্ক পরার নিয়ম রয়েছে।

ফ্রান্সের টিচিং ইউনিয়নগুলো বলছে, একটি অসংগঠিত পদ্ধতির মাধ্যমে সরকার শিশুদের এমনকি স্টাফদের মধ্যেও সংক্রমণ প্রবেশ করিয়েছে। এমনকি নিয়মিত শিক্ষার্থী কিংবা স্টাফদের লালা পরীক্ষারও কোনো ব্যবস্থা রাখেনি সরকার। অপর্যাপ্ত সুরক্ষার কারণে শিক্ষকরা এবার নড়েচড়ে বসেছেন। নিরুপায় হয়ে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম