জাতীয় নিরাপত্তা নীতি প্রকাশ করলেন ইমরান
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০১:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদি জাতীয় নিরাপত্তা নীতি প্রকাশ করল পাকিস্তান। শুক্রবার ‘ন্যাশনাল সিকিউরিটি পলিসি’ (এনএসপি) নামে এই জাতীয় নিরাপত্তা নীতির ‘পাবলিক ভার্সন’ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রকাশের পর তিনি বলেন, দেশের নাগরিক সুরক্ষা ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে বহুমুখী কৌশল প্রণয়নের প্রয়োজন ছিল। পাক ন্যাশনাল সিকিউরিটি কমিটির সম্মতির পর গত ২৮ ডিসেম্বর নথিটি প্রথম অনুমোদন পায়। ১০০ পৃষ্ঠার এই নথিতে দেশটির পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে। ইমরান খান সরকার বলছে, নতুন নিরাপত্তা নীতি অনুযায়ী ভারতের সঙ্গে অশান্তির পথে আর হাঁটতে চায় না পাকিস্তান। আগামী ১০০ বছর ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ইসলামাবাদ। ডন।