ভারতে কোটি জনতার সূর্য নমস্কার
আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে শুক্রবার ‘জীবনীশক্তির জন্য সূর্য নমস্কার’ কর্মসূচি পালন করে ভারতের কেন্দ্রীয় আয়ুস মন্ত্রণালয়। ভারতসহ সমগ্র বিশ্বের ৭৫ লাখেরও বেশি লোক শরীর ও মনকে সুস্থ-সবল রাখতে একযোগে সূর্য নমস্কার প্রদর্শন করেন। এদিন কেন্দ্রীয় আয়ুস মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রতিমন্ত্রী ডা. মুঞ্জপরা মহেন্দ্রভা ভার্চুয়ালি উদ্বোধন করেন এ কর্মসূচির। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ, শ্রীশ্রী রবিশঙ্কর, সদগুরু জাগ্গি মহাদেবসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য গণ্যমান্য ব্যক্তি। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘সূর্য আমাদের জীবনীশক্তির উৎস। শারীরিক এবং মানসিক উৎকর্ষ সাধনে সূর্য নমস্কারের মাধ্যমে সূর্যের উপাসনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবল নের্তৃত্ব ও নির্দেশনায় মানবসমাজের সুস্বাস্থ্যের জন্য বিশ্বজুড়ে যোগ এবং সূর্য নমস্কারের বহুল প্রচার ও প্রসার সম্ভব হয়েছে।’ পুরো অনুষ্ঠানটি ডিডি ন্যাশনাল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে কোটি জনতার সূর্য নমস্কার
আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে শুক্রবার ‘জীবনীশক্তির জন্য সূর্য নমস্কার’ কর্মসূচি পালন করে ভারতের কেন্দ্রীয় আয়ুস মন্ত্রণালয়। ভারতসহ সমগ্র বিশ্বের ৭৫ লাখেরও বেশি লোক শরীর ও মনকে সুস্থ-সবল রাখতে একযোগে সূর্য নমস্কার প্রদর্শন করেন। এদিন কেন্দ্রীয় আয়ুস মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রতিমন্ত্রী ডা. মুঞ্জপরা মহেন্দ্রভা ভার্চুয়ালি উদ্বোধন করেন এ কর্মসূচির। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ, শ্রীশ্রী রবিশঙ্কর, সদগুরু জাগ্গি মহাদেবসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য গণ্যমান্য ব্যক্তি। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘সূর্য আমাদের জীবনীশক্তির উৎস। শারীরিক এবং মানসিক উৎকর্ষ সাধনে সূর্য নমস্কারের মাধ্যমে সূর্যের উপাসনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবল নের্তৃত্ব ও নির্দেশনায় মানবসমাজের সুস্বাস্থ্যের জন্য বিশ্বজুড়ে যোগ এবং সূর্য নমস্কারের বহুল প্রচার ও প্রসার সম্ভব হয়েছে।’ পুরো অনুষ্ঠানটি ডিডি ন্যাশনাল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।