ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন আল-বালাদ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এ সময় ওই ঘাঁটিতে বেশ কিছু যুদ্ধবিমান ছিল। স্থানীয় সংবাদমাধ্যম সবেরিন নিউজ জানিয়েছে, শনিবার সকালে বাগদাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটিতে বেশ কয়েকটি কম্ব্যাট ড্রোন হামলার সঙ্গে সঙ্গে কম্পাউন্ডটিতে সতর্কসংকেত বাজতে থাকে। সেসময় সেখানে গুলির শব্দও শোনা যায়। ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়, তিনটি ড্রোন বিমান ঘাঁটির দিকে আসতে থাকে। এ সময় ড্রোনগুলো ভূপাতিত করতে সি-র্যাম এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়। পার্স টুডে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন আল-বালাদ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এ সময় ওই ঘাঁটিতে বেশ কিছু যুদ্ধবিমান ছিল। স্থানীয় সংবাদমাধ্যম সবেরিন নিউজ জানিয়েছে, শনিবার সকালে বাগদাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটিতে বেশ কয়েকটি কম্ব্যাট ড্রোন হামলার সঙ্গে সঙ্গে কম্পাউন্ডটিতে সতর্কসংকেত বাজতে থাকে। সেসময় সেখানে গুলির শব্দও শোনা যায়। ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়, তিনটি ড্রোন বিমান ঘাঁটির দিকে আসতে থাকে। এ সময় ড্রোনগুলো ভূপাতিত করতে সি-র্যাম এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়। পার্স টুডে।