মাফিয়া বসের ৬০ বছরের কারাদণ্ড
মেক্সিকোর একটি বড় মাফিয়া দলের প্রধান জোসে এন্তোনিও ইয়েপেজকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় পেট্রোলিয়াম মজুদাগার থেকে বড় পর্যায়ের চুরির অভিযোগ ছিল। এছাড়া অভিযোগ রয়েছে মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাহুয়াতো প্রদেশে বিভিন্ন সহিংসতার জন্য দায়ী ছিলেন তিনি। ২০২০ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। দেশটিতে ‘এল মারো’ নামে পরিচিত ইয়েপেজ সান্তা রোজা দে লিমা মাদকচক্রের প্রধান ছিলেন। প্রদেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইয়েপেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগের সত্যতা পেয়েছেন আদালত। দেশ থেকে মাদক ও সহিংসতা দূর করতে অঙ্গীকারাবদ্ধ মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডর। নিউ ইয়র্ক পোস্ট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাফিয়া বসের ৬০ বছরের কারাদণ্ড
মেক্সিকোর একটি বড় মাফিয়া দলের প্রধান জোসে এন্তোনিও ইয়েপেজকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় পেট্রোলিয়াম মজুদাগার থেকে বড় পর্যায়ের চুরির অভিযোগ ছিল। এছাড়া অভিযোগ রয়েছে মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাহুয়াতো প্রদেশে বিভিন্ন সহিংসতার জন্য দায়ী ছিলেন তিনি। ২০২০ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। দেশটিতে ‘এল মারো’ নামে পরিচিত ইয়েপেজ সান্তা রোজা দে লিমা মাদকচক্রের প্রধান ছিলেন। প্রদেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইয়েপেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগের সত্যতা পেয়েছেন আদালত। দেশ থেকে মাদক ও সহিংসতা দূর করতে অঙ্গীকারাবদ্ধ মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডর। নিউ ইয়র্ক পোস্ট।