মারা গেছেন মালির সাবেক প্রেসিডেন্ট
মারা গেছেন মালির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা (৭৬)। রোববার তিনি বামাকোর নিজ বাসভবনে মারা যান বলে নিশ্চিত করেছে তার পারিবারিক একাধিক সূত্র। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। ২০১৩ সালে মালির প্রেসিডেন্ট নির্বাচিত হন কেইতা। এরপর ২০২০ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। নিজেকে বামপন্থী বলে দাবি করা কেইতা মালির গণতান্ত্রিক যুদের প্রথম প্রেসিডেন্ট। তিনি ১৯৯৪ থেকে ২০০০ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। ২০১৩ সালে এসে সে পরাজয়ের প্রতিশোধ নেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মারা গেছেন মালির সাবেক প্রেসিডেন্ট
মারা গেছেন মালির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা (৭৬)। রোববার তিনি বামাকোর নিজ বাসভবনে মারা যান বলে নিশ্চিত করেছে তার পারিবারিক একাধিক সূত্র। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। ২০১৩ সালে মালির প্রেসিডেন্ট নির্বাচিত হন কেইতা। এরপর ২০২০ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। নিজেকে বামপন্থী বলে দাবি করা কেইতা মালির গণতান্ত্রিক যুদের প্রথম প্রেসিডেন্ট। তিনি ১৯৯৪ থেকে ২০০০ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। ২০১৩ সালে এসে সে পরাজয়ের প্রতিশোধ নেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।