ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা
দেশের রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের জঙ্গল এলাকায় সরিয়ে নেওয়ার একটি বিল অনুমোদন করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার পাশ হওয়া এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট জোকো উইদোদোর উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়ন আইনি কাঠামো পাবে।
৩ হাজার ২৫০ কোটি ডলার ব্যয় হবে এই পরিকল্পনা বাস্তবায়নে। বর্নিও দ্বীপ পালটে নতুন রাজধানী শহরের নাম হবে নুসান্তারা। পরিকল্পনামন্ত্রী সুহারসো মনোয়ারফা বিল পাশের পর পার্লামেন্টে বলেন, ‘নতুন রাজধানীর কেন্দ্রয় কার্যক্রম থাকবে আর দেশের পরিচয়ের প্রতীক হবে, পাশাপাশি দেশের অর্থনৈতিক কার্যক্রমের নতুন প্রাণকেন্দ্র হবে।’ পৃথিবীর ডুবন্ত শহরের তালিকার শীর্ষে থাকা জাকার্তা ক্রমশ তলিয়ে যাওয়ার কারণে ৯০ লাখ মানুষের এই শহর থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা আগেও অনেক প্রেসিডেন্ট নিয়েছেন, তবে কেউই তা বাস্তবায়নে আগাতে পারেননি। ২০১৯ সালে প্রথম রাজধানী সরানোর পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে করোনাভাইরাস মহামারির কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা
দেশের রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের জঙ্গল এলাকায় সরিয়ে নেওয়ার একটি বিল অনুমোদন করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার পাশ হওয়া এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট জোকো উইদোদোর উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়ন আইনি কাঠামো পাবে।
৩ হাজার ২৫০ কোটি ডলার ব্যয় হবে এই পরিকল্পনা বাস্তবায়নে। বর্নিও দ্বীপ পালটে নতুন রাজধানী শহরের নাম হবে নুসান্তারা। পরিকল্পনামন্ত্রী সুহারসো মনোয়ারফা বিল পাশের পর পার্লামেন্টে বলেন, ‘নতুন রাজধানীর কেন্দ্রয় কার্যক্রম থাকবে আর দেশের পরিচয়ের প্রতীক হবে, পাশাপাশি দেশের অর্থনৈতিক কার্যক্রমের নতুন প্রাণকেন্দ্র হবে।’ পৃথিবীর ডুবন্ত শহরের তালিকার শীর্ষে থাকা জাকার্তা ক্রমশ তলিয়ে যাওয়ার কারণে ৯০ লাখ মানুষের এই শহর থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা আগেও অনেক প্রেসিডেন্ট নিয়েছেন, তবে কেউই তা বাস্তবায়নে আগাতে পারেননি। ২০১৯ সালে প্রথম রাজধানী সরানোর পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে করোনাভাইরাস মহামারির কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে যায়।