বৈশ্বিক বিমান চলাচলে বিশৃঙ্খলা
ছোট খবর
আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রধান প্রধান বিমান সংস্থাগুলো তাদের যুক্তরাষ্ট্রগামী বিমানের ফ্লাইটের এবং বিমানবন্দরে থাকা উড়োজাহাজের সময়সূচি পুনরায় নির্ধারণ অথবা বাতিল করছে। বুধবার যুক্তরাষ্ট্রে ফাইভ-জি সেবা চালু ঘিরে বিমানের সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে বৈশ্বিক বিমান চলাচলে এই বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ফাইভ-জি সেবা চালু হলে তা বিমানগুলোকে উচ্চতা পরিমাপে বাধার মুখোমুখি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের বিশ্বের বৃহত্তম পরিবহণ সংস্থা দুবাই এমিরেটস বলছে, যুক্তরাষ্ট্রে ফাইভ-জি পরিষেবা চালুর নির্ধারিত সময় ১৯ জানুয়ারি থেকে তারা দেশটির অন্তত ৯টি গন্তব্যে বিমান চলাচল স্থগিত করবে। তবে দেশটির নিউইয়র্কের জন এফ কেনেডি, লস অ্যাঞ্জেলস এবং ওয়াশিংটন ডিসিতে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে এমিরেটস। বিশ্বজুড়ে যাত্রী-পণ্য পরিবহণ, সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের সরবরাহের মতো কার্যক্রম পরিচালনায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দেশটির ১০টি প্রধান এয়ারলাইন্স সংস্থা। এএফপি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছোট খবর
বৈশ্বিক বিমান চলাচলে বিশৃঙ্খলা
বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রধান প্রধান বিমান সংস্থাগুলো তাদের যুক্তরাষ্ট্রগামী বিমানের ফ্লাইটের এবং বিমানবন্দরে থাকা উড়োজাহাজের সময়সূচি পুনরায় নির্ধারণ অথবা বাতিল করছে। বুধবার যুক্তরাষ্ট্রে ফাইভ-জি সেবা চালু ঘিরে বিমানের সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে বৈশ্বিক বিমান চলাচলে এই বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ফাইভ-জি সেবা চালু হলে তা বিমানগুলোকে উচ্চতা পরিমাপে বাধার মুখোমুখি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের বিশ্বের বৃহত্তম পরিবহণ সংস্থা দুবাই এমিরেটস বলছে, যুক্তরাষ্ট্রে ফাইভ-জি পরিষেবা চালুর নির্ধারিত সময় ১৯ জানুয়ারি থেকে তারা দেশটির অন্তত ৯টি গন্তব্যে বিমান চলাচল স্থগিত করবে। তবে দেশটির নিউইয়র্কের জন এফ কেনেডি, লস অ্যাঞ্জেলস এবং ওয়াশিংটন ডিসিতে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে এমিরেটস। বিশ্বজুড়ে যাত্রী-পণ্য পরিবহণ, সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের সরবরাহের মতো কার্যক্রম পরিচালনায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দেশটির ১০টি প্রধান এয়ারলাইন্স সংস্থা। এএফপি