পরমাণু কর্মসূচি চালুর হুমকি উ. কোরিয়ার
স্থগিত পরমাণু কর্মসূচি আবার চালু করতে পারে উত্তর কোরিয়া। আবার শুরু করবে পরমাণু ও দূর-পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে সোমবার চলতি মাসের চতুর্থ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর বৃহস্পতিবার নতুন এ হুমকি দিলেন কিম জং উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘দীর্ঘমেয়াদি যুদ্ধ মোকাবেলার জন্য পিয়ংইয়ংয়ে আয়োজিত দলের পলিটব্যুরোর বৈঠকের পর এ হুঁশিয়ারি দেন কিম। পাশাপাশি পরমাণু কর্মসূচির কার্যক্রম দ্রুত যাচাই বাছাই করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতি ও সামরিক হুমকি ক্রমাগত সীমা অতিক্রম করছে-যা উপেক্ষা করা ঠিক হবে না।’ এএফপি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পরমাণু কর্মসূচি চালুর হুমকি উ. কোরিয়ার
স্থগিত পরমাণু কর্মসূচি আবার চালু করতে পারে উত্তর কোরিয়া। আবার শুরু করবে পরমাণু ও দূর-পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে সোমবার চলতি মাসের চতুর্থ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর বৃহস্পতিবার নতুন এ হুমকি দিলেন কিম জং উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘দীর্ঘমেয়াদি যুদ্ধ মোকাবেলার জন্য পিয়ংইয়ংয়ে আয়োজিত দলের পলিটব্যুরোর বৈঠকের পর এ হুঁশিয়ারি দেন কিম। পাশাপাশি পরমাণু কর্মসূচির কার্যক্রম দ্রুত যাচাই বাছাই করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতি ও সামরিক হুমকি ক্রমাগত সীমা অতিক্রম করছে-যা উপেক্ষা করা ঠিক হবে না।’ এএফপি।