জাতিসংঘের প্রস্তাব ফেরালেন মার্কেল
জাতিসংঘে উচ্চ পর্যায়ের পরামর্শদাতা কমিটির প্রধান হওয়ার প্রস্তাব ছিল জামার্নির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেলের কাছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই প্রস্তাব দিয়েছিলেন তাকে। কিন্তু মার্কেল এই পদ নিতে রাজি হননি বলে তার অফিস ও জাতিসংঘ সূত্রে জানা গেছে। গত সপ্তাহে মার্কেল ফোনে গুতেরেসের সঙ্গে কথা বলেন। তিনি মহাসচিবকে ফোন করার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ওই পদ তিনি নিতে পারছেন না। ১৬ বছর ধরে জার্মানির চ্যান্সেলর ছিলেন মার্কেল। ৬৭ বছর বয়সি এই রক্ষণশীল রাজনীতিক গত বছরের শেষে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। রয়টার্স।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাতিসংঘের প্রস্তাব ফেরালেন মার্কেল
জাতিসংঘে উচ্চ পর্যায়ের পরামর্শদাতা কমিটির প্রধান হওয়ার প্রস্তাব ছিল জামার্নির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেলের কাছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই প্রস্তাব দিয়েছিলেন তাকে। কিন্তু মার্কেল এই পদ নিতে রাজি হননি বলে তার অফিস ও জাতিসংঘ সূত্রে জানা গেছে। গত সপ্তাহে মার্কেল ফোনে গুতেরেসের সঙ্গে কথা বলেন। তিনি মহাসচিবকে ফোন করার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ওই পদ তিনি নিতে পারছেন না। ১৬ বছর ধরে জার্মানির চ্যান্সেলর ছিলেন মার্কেল। ৬৭ বছর বয়সি এই রক্ষণশীল রাজনীতিক গত বছরের শেষে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। রয়টার্স।