সু চি’র দলের এমপিসহ দুজনের মৃত্যুদণ্ড
ছোট খবর
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মিয়ানমারের একটি সামরিক ট্রাইব্যুনাল অং সান সু চির ক্ষমতাচ্যুত দলে একজন সদস্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। জান্তা শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নভেম্বরে গ্রেফতার হওয়া ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্য ফিও জায়ার থাওকে এ শাস্তি দেওয়া হয়।
সেসঙ্গে ‘জিমি’ নামে পরিচিত বিশিষ্ট গণতন্ত্রকর্মী কিয়াও মিন ইউকেও একই শাস্তি দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন তারা। এর আগে কয়েক দশক ধরে ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়নের অংশ হিসাবে কয়েক ডজন অভ্যুত্থানবিরোধী কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমার জান্তা। দি গার্ডিয়ান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছোট খবর
সু চি’র দলের এমপিসহ দুজনের মৃত্যুদণ্ড
মিয়ানমারের একটি সামরিক ট্রাইব্যুনাল অং সান সু চির ক্ষমতাচ্যুত দলে একজন সদস্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। জান্তা শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নভেম্বরে গ্রেফতার হওয়া ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্য ফিও জায়ার থাওকে এ শাস্তি দেওয়া হয়।
সেসঙ্গে ‘জিমি’ নামে পরিচিত বিশিষ্ট গণতন্ত্রকর্মী কিয়াও মিন ইউকেও একই শাস্তি দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন তারা। এর আগে কয়েক দশক ধরে ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়নের অংশ হিসাবে কয়েক ডজন অভ্যুত্থানবিরোধী কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমার জান্তা। দি গার্ডিয়ান।