ক্যালিফোর্নিয়ায় আবারও ছড়িয়ে পড়েছে দাবানল
আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ
যুগান্তর ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফের ছড়িয়ে পড়েছে দাবানল। রাজ্যের বিগ সার এলাকায় গত কয়েকদিন ধরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্রুত এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। দলে দলে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে মানুষ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। গত বছরের শেষে দাবানলে ছারখার হয়েছিল ক্যালিফোর্নিয়া সংলগ্ন বিস্তৃত অঞ্চল। শুক্রবার আবারও দাবানল শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কলোরাডো খাত সংলগ্ন বনে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রায় দেড় হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। ফলে আশপাশের এলাকায়ও বাড়ছে আতঙ্ক। এই দাবানলকে ডাকা হচ্ছে ‘কলোরাডো ওয়াইল্ডফায়ার’ নামে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে আগুনের ভিডিও। প্রাণহানির আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে মন্টেরে কাউন্টির চার শতাধিক বাসিন্দাকে। ঝুঁকিতে রয়েছে সেখানকার অন্তত ১১শ স্থাপনা। আগুনের ভয়াবহতা বিবেচনায় মহাসড়ক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী। তবে শুষ্ক বাতাসের প্রভাবে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে আগুন। দমকা হাওয়ার প্রভাবে ঘণ্টায় ১১২ কিলোমিটার গতিতে আগুন ছড়িয়ে পড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত বছরের শেষ দিকে দাবানলে ছারখার হয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া সংলগ্ন বিস্তৃত অঞ্চল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ক্যালিফোর্নিয়ায় আবারও ছড়িয়ে পড়েছে দাবানল
আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফের ছড়িয়ে পড়েছে দাবানল। রাজ্যের বিগ সার এলাকায় গত কয়েকদিন ধরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্রুত এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। দলে দলে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে মানুষ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। গত বছরের শেষে দাবানলে ছারখার হয়েছিল ক্যালিফোর্নিয়া সংলগ্ন বিস্তৃত অঞ্চল। শুক্রবার আবারও দাবানল শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কলোরাডো খাত সংলগ্ন বনে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রায় দেড় হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। ফলে আশপাশের এলাকায়ও বাড়ছে আতঙ্ক। এই দাবানলকে ডাকা হচ্ছে ‘কলোরাডো ওয়াইল্ডফায়ার’ নামে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে আগুনের ভিডিও। প্রাণহানির আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে মন্টেরে কাউন্টির চার শতাধিক বাসিন্দাকে। ঝুঁকিতে রয়েছে সেখানকার অন্তত ১১শ স্থাপনা। আগুনের ভয়াবহতা বিবেচনায় মহাসড়ক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী। তবে শুষ্ক বাতাসের প্রভাবে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে আগুন। দমকা হাওয়ার প্রভাবে ঘণ্টায় ১১২ কিলোমিটার গতিতে আগুন ছড়িয়ে পড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত বছরের শেষ দিকে দাবানলে ছারখার হয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া সংলগ্ন বিস্তৃত অঞ্চল।