বুরকিনা ফাসোয় সেনাশিবিরে গোলাগুলি
jugantor
বুরকিনা ফাসোয় সেনাশিবিরে গোলাগুলি

   

২৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বুরকিনা ফাসোর কয়েকটি সেনা শিবিরে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। রোববার সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটলেও ক্ষমতা দখলের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটির সরকার। বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদৌগৌর স্যানগৌল লামিজানা সেনাশিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন এবং সেখানে একটি কারাগার রয়েছে। দেশটিতে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টায় জড়িত সেনাসদস্যরা লামিজানার এই কারাগারে আছেন। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনাশিবিরেও গোলাগুলি হয়েছে। কয়েকটি সেনাশিবিরে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছে বুরকিনা ফাসোর সরকার। রয়টার্স।

বুরকিনা ফাসোয় সেনাশিবিরে গোলাগুলি

  
২৪ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বুরকিনা ফাসোর কয়েকটি সেনা শিবিরে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। রোববার সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটলেও ক্ষমতা দখলের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটির সরকার। বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদৌগৌর স্যানগৌল লামিজানা সেনাশিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন এবং সেখানে একটি কারাগার রয়েছে। দেশটিতে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টায় জড়িত সেনাসদস্যরা লামিজানার এই কারাগারে আছেন। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনাশিবিরেও গোলাগুলি হয়েছে। কয়েকটি সেনাশিবিরে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছে বুরকিনা ফাসোর সরকার। রয়টার্স।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন