বুরকিনা ফাসোয় সেনাশিবিরে গোলাগুলি
বুরকিনা ফাসোর কয়েকটি সেনা শিবিরে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। রোববার সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটলেও ক্ষমতা দখলের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটির সরকার। বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদৌগৌর স্যানগৌল লামিজানা সেনাশিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন এবং সেখানে একটি কারাগার রয়েছে। দেশটিতে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টায় জড়িত সেনাসদস্যরা লামিজানার এই কারাগারে আছেন। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনাশিবিরেও গোলাগুলি হয়েছে। কয়েকটি সেনাশিবিরে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছে বুরকিনা ফাসোর সরকার। রয়টার্স।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বুরকিনা ফাসোয় সেনাশিবিরে গোলাগুলি
বুরকিনা ফাসোর কয়েকটি সেনা শিবিরে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। রোববার সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটলেও ক্ষমতা দখলের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটির সরকার। বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদৌগৌর স্যানগৌল লামিজানা সেনাশিবিরে তীব্র গোলাগুলি হয়েছে। এই শিবিরে দেশটির সেনাবাহিনীর সাধারণ কর্মীরা থাকেন এবং সেখানে একটি কারাগার রয়েছে। দেশটিতে ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টায় জড়িত সেনাসদস্যরা লামিজানার এই কারাগারে আছেন। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ওয়াগাদৌগৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের কায়া এলাকার একটি সেনাশিবিরেও গোলাগুলি হয়েছে। কয়েকটি সেনাশিবিরে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছে বুরকিনা ফাসোর সরকার। রয়টার্স।