আমিরাতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ
সাম্প্রতিক একটি ড্রোন হামলায় হতাহতের পর শখের বশে ড্রোন ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলায় দুই ভারতীয় ও এক পাকিস্তানির প্রাণহানির পর রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি এখন সখেও ড্রোন ওড়ান, তাহলে তাদের আইনের মুখোমুখি হতে হবে। তবে ব্যবসায়িক কাজের ভিডিও ধারণের জন্য ড্রোন ওড়ানোর অনুমতি দেওয়া হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত সপ্তাহে আবুধাবিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সশস্ত্র ড্রোন হামলায় কয়েকটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ এবং আবুধাবির বিমানবন্দরের একটি স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটে। ওই হামলায় দুই ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিক নিহত হন। আহত হন আরও অন্তত ছয়জন। এ ঘটনায় আরব দেশগুলোর সংগঠন আরব লিগ রোববার এক জরুরি বৈঠকে বসে। মিসরে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আহমেদ আল-বকর এক বিবৃতিতে জানান, আমিরাতের বিশেষ অনুরোধে আরব লিগ এ বৈঠকে বসেছে। এএফপি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমিরাতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ
সাম্প্রতিক একটি ড্রোন হামলায় হতাহতের পর শখের বশে ড্রোন ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলায় দুই ভারতীয় ও এক পাকিস্তানির প্রাণহানির পর রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি এখন সখেও ড্রোন ওড়ান, তাহলে তাদের আইনের মুখোমুখি হতে হবে। তবে ব্যবসায়িক কাজের ভিডিও ধারণের জন্য ড্রোন ওড়ানোর অনুমতি দেওয়া হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত সপ্তাহে আবুধাবিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সশস্ত্র ড্রোন হামলায় কয়েকটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ এবং আবুধাবির বিমানবন্দরের একটি স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটে। ওই হামলায় দুই ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিক নিহত হন। আহত হন আরও অন্তত ছয়জন। এ ঘটনায় আরব দেশগুলোর সংগঠন আরব লিগ রোববার এক জরুরি বৈঠকে বসে। মিসরে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আহমেদ আল-বকর এক বিবৃতিতে জানান, আমিরাতের বিশেষ অনুরোধে আরব লিগ এ বৈঠকে বসেছে। এএফপি।