বুরকিনার প্রেসিডেন্ট সেনাক্যাম্পে আটক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বুরকিনা ফাঁসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে সেনাক্যাম্পে আটকে রেখেছে দেশটির বিদ্রোহী সেনারা। দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিকের বরাত দিয়ে সোমবার এ খবর দিয়েছে রয়টার্স।
রোববার রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চার পাশে তুমুল গোলাগুলির খবর আসে। তারপর প্রেসিডেন্টের আটক হওয়ার এই খবর এলো। সোমবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রাষ্ট্রপতি বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যানে গুলির অনেক চিহ্ন দেখা গেছে। এগুলোর একটিতে ছিটকানো রক্তের দাগ লেগেছিল। আশপাশের বাসিন্দারা রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বুরকিনার প্রেসিডেন্ট সেনাক্যাম্পে আটক
বুরকিনা ফাঁসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে সেনাক্যাম্পে আটকে রেখেছে দেশটির বিদ্রোহী সেনারা। দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিকের বরাত দিয়ে সোমবার এ খবর দিয়েছে রয়টার্স।
রোববার রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চার পাশে তুমুল গোলাগুলির খবর আসে। তারপর প্রেসিডেন্টের আটক হওয়ার এই খবর এলো। সোমবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রাষ্ট্রপতি বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যানে গুলির অনেক চিহ্ন দেখা গেছে। এগুলোর একটিতে ছিটকানো রক্তের দাগ লেগেছিল। আশপাশের বাসিন্দারা রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন।